স্টাফ রিপোর্টার : সাভার নাগরিক ফোরাম-এর সাধারণ সভা শনিবার (২৪ জানুয়ারী) অনুষ্ঠিত হয়েছে। সাভার পৌর এলাকার শিমুতলা সরকার ট্রেডার্সে অনুষ্ঠিত সভায় সভাপত্বি করেন সংগঠনের সভাপতি নাজমুস সাকিব। সভায় স্বাগত বক্তব্য রাখেন সাভার নাগরিক ফোরামের সিনিয়র সহসভাপতি মো: জয়নাল আবেদীন।
সভায় সাভার নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সরকার সংগঠনের বার্ষিক আয়-ব্যয়ের রিপোর্ট তুলে ধরেন এবং সভায় সর্বসম্মতভাবে এ রিপোর্ট অনুমোদন করা হয়।
সাভার নাগরিক ফোরামের সাংগঠনিক সম্পাদক আজাহারুল ইসলামের সঞ্চালনায় সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক আসাদুল ইসলাম, অধ্যক্ষ খালিদ হোসাইন, সাংবাদিক আজিমউদ্দিন, অধ্যক্ষ হোসাইন উদ্দিন, বদরুল আলম, অধ্যক্ষ শাখাওয়াত হোসেন, অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন, অধ্যক্ষ লুৎফর রহমান খান, অধ্যক্ষ উজ্জ্বল খান, অধ্যক্ষ নূর আহমেদ, ডাক্তার শহিদউদ্দিন, কল্পনা আক্তার প্রমুখ। সভায় সাভার নাগরিক ফোরামের অসংখ্য সদস্য উপস্থিত ছিলেন।
