রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
MENU
#
সাভারে হাইওয়ে পুলিশের জরিমানার নামে চাঁদাবাজী বন্ধের দাবিতে অটোরকিসা চালকদের মহাসড়ক অবোধ
daily-fulki

সাভারে হাইওয়ে পুলিশের জরিমানার নামে চাঁদাবাজী বন্ধের দাবিতে অটোরকিসা চালকদের মহাসড়ক অবোধ


স্টাফ রিপোর্টার : সাভারে মহাসড়কে চলাচলরত অটোরিকসা থেকে পুলিশের টাকা নেওয়ার অভিযোগে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে অটোরিকসা চালকরা। শনিবার (২৪ জানুয়ারী) সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত তারা ঢাকা-আরিচা মহাসড়কের পাকিজা এলাকা অবরোধ করে রাখে। ফলে মহাসড়কের ঢাকামুখী লেনে যানচলাচল বন্ধ হয়ে যায়। এ ঘটনায় দুর্ভোগে পড়ে যাত্রী ও চালকরা।


প্রত্যক্ষদর্শীরা জানায়, সরকারের বিধিনিষেধ থাকলেও প্রতিদিন নিষেধাজ্ঞা অমান্য করে ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে শতশত অটোরকিসা চলাচল করে। মহাসড়কে অবৈধভাবে চলাচল করা অটোরকিসা আটকিয়ে প্রতিদিন হাইওয়ে পুলিশ চাঁদা আদায় করে। সাভার থানা হাইওয়ে পুলিশ জরিমানার নামে অতিরিক্ত টাকা নিচ্ছে বলে চালকদের অভিযোগ। মহাসড়কে অটোরকিসা চলচল করলে তা ধরে প্রতি অটোরিকসা চালককে ২৬শ’ টাকা করে জরিমানা আদায় করেন। 

কিন্তু অটোরকিসা চালকদের দাবি গাড়ি আটকালেই ৩ থেকে ৪ হাজার টাকা দিতে হয়। কোন কোন ক্ষেত্রে আরও বেশি টাকা দিতে হয়। এভাবে সাভার হাইওয়ে থানা পুলিশ প্রতিদিন গড়ে ৪০ থেকে ৫০টা অটোরকিসা আটক করে জরিমানা নামে চাঁদাবাজি করে। মহাসড়কে অটোরিকসা চলাচল করা ও জরিমানার নামে চাঁদাবাজির বন্ধের দাবিতে শনিবার (২৪ জানুয়ারী) অটোরিকসা দিয়ে ব্যারিকেড দিেেয় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রাখে অটোরিকসা চালকরা। ফলে মহাসড়কে যানচলাচল বন্ধ থাকে প্রায় দেড় ঘন্টা। 


এদিকে সাভার মডেল থানা পুলিশ দুপুর সাড়ে ১২টারদিকে ঘটনাস্থলে পৌঁছে অটোরিকসা চালকদের দাবি নিয়ে আলোচনায় বসার অহবান জানালে তারা মহাসড়ক থেকে অবরোধ তুলে নেন।
এবিষয়ে সাভার মডেল থানার ওসি আরমান আলী বলেন, বর্তমানে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।

 

সর্বাধিক পঠিত