রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
MENU
#
বিপিএল জিতলেও নাজমুলের অন্য ‘টেনশন’
daily-fulki

বিপিএল জিতলেও নাজমুলের অন্য ‘টেনশন’


স্টাফ রিপোর্টার : বিপিএল জিতে নাজমুল হোসেন শান্ত অনেক খুশি। ট্রফি নিয়ে উৎসব করেছেন। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে রাতের কৃত্রিম আলোতে ছিল আনন্দের ফোয়ারা। এবার প্রথম অধিনায়ক হয়ে রাজশাহী ওয়ারিয়র্সকে শিরোপা এনে দিয়েছেন। ব্যাট হাতে দারুণ এক মৌসুমও পার করেছেন। তবে উৎসবের দিনে হয়তো মনের মধ্যে একটা বিষয় নিয়ে খচখচ করছে। টি টোয়েন্টি বিশ্বকাপে খেলা অনিশ্চিত। তাই পরের খেলা কোনটা অজানা।

বিপিএল ট্রফিটা নাজমুল হোসেন সামনে রেখে সংবাদ সম্মেলনে বললেন, ‘চিন্তা তো একটু হয়। অবশ্যই চিন্তা হয়। ভবিষ্যৎ তো আমরা কেউই জানি না। খেলোয়াড় হিসেবে চিন্তা একটু হচ্ছে। এখানে অস্বীকার করার কিছু নেই।’


সামনে ক্রিকেটের এই অনিশ্চয়তার সময়ে বোর্ডের কাছে কিছু অনুরোধ রেখে নাজমুল বললেন, ‘আমার কাছে মনে হচ্ছে, গত এক-দেড় বছরে যেভাবে আমাদের ক্রিকেটটা চলছে, বিশেষত বাইরে যে ধরনের পরিবেশ, এটা আমাদের আসলে (মাঠের) ক্রিকেটে অনেক ব্যাহত হচ্ছে।’

এরপর বোর্ডের কাছে দুটি অনুরোধ তার, ‘যারা দায়িত্বে আছেন ক্রিকেট বোর্ড বা বাইরের যারা আছেন সবাই মিলে একটু সমঝোতা করে ক্রিকেটটা যেন ঠিকভাবে চালু হয় এটা খুব গুরুত্বপূর্ণ। চালু বলতে (এখনও) খেলা চলছে, কিন্তু কীভাবে ক্রিকেটটা আরও সুন্দরভাবে চালানো যায় এটাই গুরুত্বপূর্ণ। খেলোয়াড় হিসেবে অনুরোধ করবো, এই মুহূর্তে যেভাবে আসলে খেলা চলছে আমরা সবাই অনিশ্চয়তার মধ্যে আছি আসলে কী হবে, না হবে। আমার মনে হয়, সবাই নিজেদের জায়গা থেকে ঠিকমতো দায়িত্ব পালন করবেন, যাতে ক্রিকেটটা সুন্দরভাবে মাঠে নিয়মিত হয় এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট হয়, এটাই গুরুত্বপূর্ণ।’

প্রিমিয়ার ক্রিকেটে সংকট অবসান চান নাজমুল, ‘যদি আমরা বিশ্বকাপে না যাই সে ক্ষেত্রে ঢাকা লিগের অনেক বেশি গুরুত্ব থাকবে কারণ খেলোয়াড়দের এত লম্বা সময় বসে থাকাও কঠিন। ঢাকার ক্রিকেটটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে, কথা হচ্ছে হবে কী হবে না। আমি অনুরোধ করবো যে ঢাকার লিগটা যেন আগের যতগুলো আসর হয়েছে তার থেকে এবার আরও সুন্দরভাবে হয়।’

শেষ পর্যন্ত বাংলাদেশ বিশ্বকাপ খেলতে না গেলে আলাদা একটা টুর্নামেন্ট আয়োজনের অনুরোধ নাজমুলের, ‘আরেকটা অনুরোধ থাকবে যেন আমাদের জন্য আরও একটা ভালো টুর্নামেন্ট বা সুন্দর একটা টুর্নামেন্ট আয়োজন করতে পারে যেন খেলোয়াড় হিসেবে আমরা খেলার সুযোগ পাই। বাইরের যেই জিনিসগুলো এখন হচ্ছে এগুলো আসলে ঠিকঠাক করে মাঠের ক্রিকেটটা আরও সুন্দরভাবে যেন নিয়ে আসতে পারি এবং খেলোয়াড়রা যেন খেলার সুযোগ পাই।

সর্বাধিক পঠিত