মাসুম বাদশাহ, সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় অবৈধভাবে কৃষিজমির টপসয়েল কর্তনের বিরুদ্ধে গভীর রাতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ হাবেল উদ্দিনের নেতৃত্বে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত ৮টা থেকে রাত আড়াইটা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।
অভিযোগ রয়েছে, মাটি ব্যবসায়ী চক্র প্রশাসনের তৎপরতা টের পেয়ে দিনে কাজ বন্ধ রেখে রাতের আঁধারে অবৈধভাবে মাটি কেটে আসছিল। এরই প্রেক্ষিতে সিংগাইর উপজেলার বলধারা, বায়রা ও সায়েস্তা ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে চারটি স্থানে চলমান মাটি কাটার কার্যক্রম তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয় এবং মাটিকাটার কাজে ব্যবহৃত ৩টি এক্সকাভেটর অকার্যকর করা হয়। এছাড়া বায়রা ইউনিয়নে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী একটি মামলায় ৪ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনায় পুলিশ, গ্রাম পুলিশ, ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী এবং এলাকার সচেতন জনগণ সক্রিয়ভাবে সহায়তা করেন।
এ বিষয়ে মোবাইল কোর্ট পরিচালনার দায়িত্বে থাকা সিংগাইর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ হাবেল উদ্দিন জানান, জনস্বার্থে অবৈধ মাটি কাটাসহ সকল ধরনের অনিয়মের বিরুদ্ধে এ ধরনের মোবাইল কোর্টের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
