শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
MENU
#
ধামরাইয়ে ২৩ দিন পর মহাসড়কের একইস্থানে ফের ব্যারিকেড দিয়ে ব্যবসায়ীর টাকা ছিনতাই
daily-fulki

ধামরাইয়ে ২৩ দিন পর মহাসড়কের একইস্থানে ফের ব্যারিকেড দিয়ে ব্যবসায়ীর টাকা ছিনতাই


ধামরাই প্রতিনিধি : ধামরাইয়ে ২৩দিন পর মহাসড়কের একই স্থানে ফের ব্যারিকেড দিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। এসময় এক ছিনতাইকারীকে আটক করে এলাকাবাসী। তাকে বেধড়ক পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। 

আটক ছিনতাইকারী হলেন, নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার সাইনবোর্ড এলাকার ফজর আলীর ছেলে মাসুদ রানা (৩০)।   বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের পাল সিএনজি ফিলিং ষ্টেশনের পূর্ব পাশে মম ফ্যাশন পোশাক কারখানার সামনে এ ঘটনা ঘটে। 


ভুক্তভোগীরা জানান,উপজেলার কালামপুর গ্রামের মাছ ব্যবসায়ী সাইফুল ইসলাম ও তার ছেলে সাজ্জাদ হোসেন মাছ ক্রয়ের উদ্দেশ্যে একটি সিএনজি চালিত অটোরিকশা নিয়ে ইসলামপুর আরতে যাচ্ছিলেন। এ সময় অটোরিকশাটি ঢাকাÑআরিচা মহাসড়কের মম ফ্যাশন পোশাক কারখানার সামনে পৌঁছলে একটি পিকআপ দিয়ে তাদের বেরিকেড দেয় ৫-৬জনের ছিনতাইকারীদল। এসময় দুই ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নগদ ৭৫ হাজার টাকা ও দুটি মুঠোফোন ছিনিয়ে নেয় পালিয়ে যায়। এসময় আহত ব্যবসায়ীদের ডাকা চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে গিয়ে মাসুদ রানা নামের এক ছিনতাইকারীকে ধরে ফেলেন। তাকে বেধড়ক প্রহার করে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী। আহত ব্যবসায়ীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 


উল্লেখ গত ২৯ ডিসেম্বর সকাল সাড়ে ছয়টার দিকে মহাসড়কের একই স্থানে ডাউটিয়া গ্রামের উজ্জল হোসেন রাতে অফিসের ডিউটি শেষ করে মোটরসাইকেলে বাড়ি যাওয়ার সময় ব্যারিকেড দিয়ে তার মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়ে যায়। এঘটনায় থানায় মামলা করা হলেও কোন আসামী কিংবা মোটরসাইকেলটি উদ্ধার করতে পারেনি পুলিশ। 
 

সর্বাধিক পঠিত