শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
MENU
#
ধামরাইয়ে এনসিপির অফিস ভাংচুরের অভিযোগ
daily-fulki

ধামরাইয়ে এনসিপির অফিস ভাংচুরের অভিযোগ


ধামরাই প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২০ (ধামরাই) আসনে জামায়াতের নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের নির্বাচনী ঐক্যের  জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থীর নির্বাচনী অফিসের চেয়ার-টেবিল ভাংচুর,পোস্টার ব্যানার ছিড়ে ফেলার অভিযোগ করেন এনসিপির প্রার্থী ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ।

বুধবার রাতে কে বা কারা ভাংচুর করেছে তা কেউ বলতে পারেনি। তবে নির্বাচনকে বানচাল করতে একটি অপশক্তি নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে মরিয়া হয়ে উঠেছে বলে অভিযোগ করেন ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ। তিনি উপজেলার কালামপুর বাজারে একটি ভবন ভাড়া নিয়ে নির্বাচনী অফিস হিসেবে উদ্বোধন করেন গত মঙ্গলবার। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় কালামপুরে নির্বাচনী প্রচারণায় গেলে অফিসটি ভাংচুরের কথা সাংবাদিকদের জানান তিনি। 


এ সময় তিনি বলেন, পদে পদে আমরা বাধাগ্রস্ত হচ্ছি নির্বাচনী প্রচারনার কাজে। অথচ আজকে নির্বাচনী প্রচারণার প্রথম দিনেই এতোবড় বাধার সম্মুখীন হলাম। কোন অজানা শক্তি,অজানা একটি গোষ্টির গুন্ডাবাজির কারণে আমাদের অফিস ভাড়া দিতে ভয় পাচ্ছেন ভবন মালিক।


এ বিষয়ে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার খান সালমান হাবিব বলেন, এনসিপির প্রার্থী মুল মালিকের কাছ থেকে অফিস হিসেবে ভাড়া নেয়নি। তিনি অন্য এক ভাড়াটিয়ার কাছ থেকে ভাড়া নেওয়ার কারণে এ সমস্যার সৃষ্টি হয়েছে। মূলতপক্ষে ভাংচুরের কোন ঘটনা ঘটেনি।  
 

সর্বাধিক পঠিত