শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
MENU
#
সিংগাইরে গণপিটুনিতে দুই চোর নিহতের ঘটনায় দেড়শ অজ্ঞাত আসামি করে মামলা
daily-fulki

সিংগাইরে গণপিটুনিতে দুই চোর নিহতের ঘটনায় দেড়শ অজ্ঞাত আসামি করে মামলা


মাসুম বাদশাহ, সিংগাইর (মানিকগঞ্জ)  প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে গরু চুরির চেষ্টাকালে গণপিটুনিতে দুই চোর নিহতের ঘটনায় দেড়শ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করা হয়েছে। নিহত মজনুর স্ত্রী  ঝুমুর আক্তার বাদী হয়ে বুধবার দিবাগত রাতে সিংগাইর থানায় মামলাটি করেন। এ সময় অপর নিহত দীন ইসলামের বাবা বান্ধু মুন্সিও বাদীর সঙ্গে উপস্থিত ছিলেন মামলার এজাহার উল্লেখ করা হয়েছে। 


বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে সিংগাইর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। 


তিনি জানান, ঘটনার সঙ্গে জড়িত কাউকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি, তবে অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


রবিবার (১৮ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে সিংগাইর থানাধীন জয়মন্টপ ইউনিয়নের ইমামনগর গ্রামের একটি সরকারি কাঁচা রাস্তার ওপর স্থানীয় জনতার গণপিটুনিতে নিহত হন দুই ব্যক্তি। নিহতরা হলেন—দশানী গ্রামের তোতা মিয়ার ছেলে মজনু (২৭) এবং ছয়আনি গ্রামের বান্ধু মিয়ার ছেলে দীন ইসলাম (২২)।


স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে ইমামনগর গ্রামের ইউনুস মিয়ার বাড়িতে পাঁচ সদস্যের একটি চোরচক্র গরু চুরির উদ্দেশ্যে তালা ভাঙার চেষ্টা করে। বাড়ির লোকজনের চিৎকারে এলাকাবাসী ছুটে এসে দুইজনকে আটক করে গণপিটুনি দেয়। এতে তারা গুরুতর আহত হন এবং পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অপর তিন সদস্য—জয়নাল, শামীম ও রানা—ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।


ঘটনার পরদিন পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।


পরে পুলিশ চোরচক্রের সদস্য জয়নালকে আটক করে। সে স্থানীয় আয়নালের ছেলে। পুলিশ জানায়, তাকে সিংগাইর থানায় সম্প্রতি রেকর্ড হওয়া একটি ট্রান্সফরমার চুরির মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।


মঙ্গলবার রাতে নিহত দীন ইসলামের জানাজা শেষে ছয়আনি কবরস্থানে এবং একই রাতে মজনুর জানাজা শেষে দশানী কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

সর্বাধিক পঠিত