মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের তিনটি সংসদীয় আসনে ১৯ জন প্রার্থীর প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
বুধবার দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা নাজমুন আরা সুলতানা প্রার্থীদের প্রতীক ঘোষণা করেন।
এসময় জেলা প্রশাসকের কার্যালয়ে প্রার্থী ও তাদের কর্মী সমর্থকদের উপস্থিতিতে প্রতীক তুলে দেন জেলা রিটার্নিং কর্মকর্তা।
প্রতীক বরাদ্দের আগে প্রার্থীদেরকে আচরণবিধি সম্পর্কে অবগত করেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।
