সিলেট সংবাদদাতা : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা সিলেট থেকে শুরু করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সিলেটে একাধিক কর্মসূচির মধ্য দিয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমান আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারণায় নামবেন।
এর আগে বুধবার (২১ জানুয়ারি) রাতে বিমানযোগে সিলেটে পৌঁছাবেন তারেক রহমান। তাঁর সঙ্গে বিএনপির কেন্দ্রীয় পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
সিলেটে পৌঁছে তিনি সার্কিট হাউসে রাত্রিযাপন করবেন। বৃহস্পতিবার সকালে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)–এর মাজার জিয়ারত করবেন। এরপর বিমানবন্দর এলাকার একটি হোটেলে আয়োজিত যুব সমাবেশে ভাষণ দেবেন তিনি। পরে সকালেই সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান।
এ উপলক্ষে আলিয়া মাদ্রাসা মাঠে বিশাল মঞ্চ নির্মাণ করা হয়েছে। জনসভা থেকে সিলেট ও সুনামগঞ্জ জেলার বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন তারেক রহমান। প্রায় ২২ বছর পর সাংগঠনিক সফরে সিলেট আসছেন তিনি।
এর আগে সর্বশেষ ২০০৪ সালের ২৬ ডিসেম্বর সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত বিএনপির ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে যোগ দিতে তৎকালীন যুগ্ম মহাসচিব তারেক রহমান সিলেটে এসেছিলেন।
এদিকে ‘সিলেটি জামাই’ তারেক রহমানকে বরণ করে নিতে মুখিয়ে রয়েছেন সিলেটবাসী। তার আগমনকে কেন্দ্র করে সিলেট জেলা ও মহানগর বিএনপি ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছে। ইতোমধ্যে আলিয়া মাদ্রাসা মাঠে মঞ্চ নির্মাণের কাজ শেষ হয়েছে। জনসভায় সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করতে নগরজুড়ে প্রচারণা চালাচ্ছে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো। নগরের বিভিন্ন মোড়ে মোড়ে তারেক রহমান ও স্থানীয় বিএনপি নেতাদের ছবি সম্বলিত বিলবোর্ড টাঙানো হয়েছে। প্রতিদিন মাইকিংও করা হচ্ছে।
বিএনপি নেতারা জানান, জনসভা সফল করতে সিলেট ও সুনামগঞ্জ জেলায় ধারাবাহিক মিছিল ও সভা-সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। সিলেটের জনসভা শেষে সড়কপথে ঢাকায় ফেরার সময় মৌলভীবাজারের শেরপুর ও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পৃথক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন তারেক রহমান। এসব সভা থেকে সংশ্লিষ্ট জেলার বিএনপির সংসদীয় প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হবে।
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আলিয়া মাদ্রাসা মাঠের জনসভা স্মরণকালের অন্যতম বৃহৎ জনসভায় পরিণত হবে।
বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী বলেন, সিলেট থেকেই বিএনপি চেয়ারম্যানের নতুন রাজনৈতিক অভিযাত্রা শুরু হবে।
