মাসুম বাদশাহ, মানিকগঞ্জ প্রতিনিধি : দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মানিকগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা তোজাম্মেল হক তোজা এবং মানিকগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা আতাউর রহমান আতাকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, উভয় প্রার্থী দীর্ঘদিন ধরে দলীয় সিদ্ধান্ত অমান্য করে ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি চালিয়েছেন এবং প্রকাশ্য বক্তব্যের মাধ্যমে দলের ভাবমূর্তি ক্ষুন্ন করেছেন।
এরআগে রোববার (৪ জানুয়ারি) মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়ন যাচাই-বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান আতার মনোনয়ন অবৈধ ঘোষণা করেন। তিনি বিএনপি মনোনীত প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণায় আপত্তি জানান। আতা অভিযোগ করেন, প্রমাণপত্র উপস্থাপনের সুযোগ না দিয়ে তাকে থামিয়ে দেওয়া হয় এবং পরে কয়েকজন দলীয় নেতাকর্মী তাকে ধাক্কা ও গালিগালাজ করেন। পরে নির্বাচন কমিশনে আপিল করলে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তোজাম্মেল হক তোজার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং দলীয় নেতাকর্মীদের বহিষ্কৃত ব্যক্তির সঙ্গে কোনো ধরণের সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
উভয় ঘটনার বিষয়টি স্থানীয় রাজনীতিতে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।
