বিতর্কিত মন্তব্যের জেরে বান্দরবানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। রোববার জেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় ‘বান্দরবান ছাত্র সমাজ’।
পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের জেলা সভাপতি আসিফ ইকবাল বলেন, ‘গত ৩ জুলাই পঞ্চগড়ে এনসিপি নেতা সারজিস আলম প্রকাশ্যে বান্দরবান সম্পর্কে অপমানসূচক মন্তব্য করেন। বান্দরবান শান্তির প্রতীক, সহাবস্থানের আদর্শ। এটি কোনোভাবেই অপরাধীদের নির্বাসনের জায়গা হতে পারে না।’
সারজিস আলমকে বিতর্কিত বক্তব্য প্রত্যাহার ও জনসমক্ষে ক্ষমা চাওয়ার আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের বান্দরবান জেলার সহসভাপতি মাহির ইমতেছার, সাধারণ সম্পাদক হাবিব আল মাহমুদ, সংগঠনের নেতা খালিদ বিন নজরুল, আমিনুল ইসলাম প্রমুখ।