বৃহস্পতিবার, 9 অক্টোবর 2025
MENU
daily-fulki

তত্ত্বাবধায়ক সরকার গঠনে সংশোধিত প্রস্তাব

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের গঠন পদ্ধতি নিয়ে সংশোধিত প্রস্তাব দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। এতে বলা হয়েছে, ঐকমত্য না হলে র‌্যাংক চয়েজ বা ক্রমভিত্তিক ভোটে প্রধান উপদেষ্টা নির্বাচন হবে।
 
বিএনপি জানিয়েছে, দলীয় ফোরামে আলোচনা করে মতামত জানাবে। জামায়াতে ইসলামী বলেছে, ভোট নয়, ঐকমত্যে প্রধান উপদেষ্টা নিয়োগ না হলে এ পদে সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিকে চায় তারা। এনসিপি সংশোধিত প্রস্তাবে একমত।
 
রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনে ১৫তম দিনের সংলাপ শেষে দলগুলো এ অবস্থান জানায়। 

কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বিএনপি, এনসিপি এবং জামায়াতের প্রস্তাবের ভিত্তিতে কমিশন তত্ত্বাবধায়ক সরকারের সংশোধিত প্রস্তাব দেওয়া হয়েছে। দলগুলো মঙ্গলবার মতামত জানাবে। কমিশনের প্রথম প্রস্তাব ছিল জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি) তত্ত্বাবধায়ক সরকার গঠন করবে।  বিএনপিকে তীব্র আপত্তিতে এনসিসি গঠনের প্রস্তাবই বাদ গেছে। পরে কমিশন প্রস্তাব করেছিল, সরকারি, বিরোধী দল এবং সংসদে প্রতিনিধিত্বকারী অন্যান্য দলকে নিয়ে ৭ বা ১৩ সদস্যের কমিটি প্রধান উপদেষ্টা বাছাই করবে। 

 

সংশোধিত প্রস্তাবে বলা হয়েছে, সংসদের মেয়াদপূর্তির ৩০ দিন আগে প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা, স্পিকার, বিরোধীদলের ডেপুটি স্পিকার এবং সংসদের তৃতীয় বৃহত্তম দলের প্রতিনিধিকে নিয়ে ৫ সদস্যের বাছাই কমিটি গঠন হবে। পরবর্তী ২৪ ঘণ্টায় নিবন্ধিত সকল রাজনৈতিক দল, সংসদে প্রতিনিধিত্বকারী দল এবং স্বতন্ত্র এমপিরা একজন করে ব্যক্তির নাম প্রস্তাব করবে প্রধান উপদেষ্টা পদের জন্য। বাছাই কমিটি ঐকমত্যে একজন বাছাই করবেন।
 
পাঁচ দিনের মধ্যে তা সম্ভব না হলে, সরকারি দল বা জোট প্রধান উপদেষ্টা পদের জন্য তিনজনের নাম প্রস্তাব করবে। বিরোধী দল বা জোট তিনজনের নাম প্রস্তাব করবে। তৃতীয় বৃহত্তম দল দুইজনের নাম প্রস্তাব করবে। পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে সরকারি দল বা জোট বিরোধী দল বা জোটের প্রস্তাবিত নাম থেকে একজনকে বাছাই করবে। তৃতীয় বৃহত্তম দলের প্রস্তাবিত নাম থেকেও একজনকে বাছাই করবে। একই ভাবে বিরোধী দল বা জোট দুইজনের নাম বাছাই করবে। তৃতীয় বৃহত্তম দল অপর দুই দলের প্রস্তাবিত নাম থেকে দুইজনকে বাছাই করবে। বাছাই কমিটি এই ছয়জনের মধ্যে একজনকে ঐকমত্যে চূড়ান্ত করবেন প্রধান উপদেষ্টা পদের জন্য। ৪৮ ঘণ্টার মধ্যে তা সম্ভব না হলে, কমিটির সদস্যরা র‌্যাংক চয়েজ ভোটে একজনকে নির্বাচিত করবেন।

সর্বাধিক পঠিত