দেশে গত এক দিনে আরও ৪২৯ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এই সময়ে রোগটিতে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। রোববার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের ডেঙ্গু পরিস্থিতির এ তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭ হাজার ২১৮ জন ও মৃত্যু হয়ে ৬২ জনের। সবচেয়ে বেশি আক্রান্ত বরিশাল বিভাগে। রোববার পর্যন্ত এ বিভাগে আক্রান্ত হয়েছেন ছয় হাজার ৯৩৭ জন ও মৃত্যু ১৫ জনের।
গত এক দিনে হাসপাতালে ভর্তি নতুন রোগীদের মধ্যে ঢাকা মহানগরে ৭৪ জন, ঢাকার বাইরে বরিশাল বিভাগে সর্বোচ্চ ১৩৩ জন, এর পর চট্টগ্রাম বিভাগে ৭৮, খুলনা বিভাগে ৫৫, রাজশাহী বিভাগে ৪৮, ঢাকা বিভাগে (মহানগরের বাইরে) ২৪, ময়মনসিংহ বিভাগে ১১ ও রংপুর বিভাগে ছয়জন হাসপাতালে ভর্তি হয়েছেন। সিলেট বিভাগে কোনো রোগীর তথ্য পাওয়া যায়নি।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন এক হাজার ২৬২ জন। এর মধ্যে ৯৩৫ জন ঢাকার বাইরে বিভিন্ন জেলা হাসপাতালে। ঢাকা মহানগরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৩২৭ জন।
মাসওয়ারি হিসাবে জানুয়ারিতে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হন এক হাজার ১৬১ ও মৃত্যু ১০ জনের, ফেব্রুয়ারিতে আক্রান্ত ৩৭৪ ও মৃত্যু তিনজনের, মার্চে আক্রান্ত ৩৩৬ জন, এই মাসে কোনো মৃত্যু হয়নি। এপ্রিলে আক্রান্ত ৭০১ ও মৃত্যু সাতজনের, মে মাসে আক্রান্ত এক হাজার ৭৭৩ জন ও মৃত্যু ৩ জনের। জুন মাসে আক্রান্ত পাঁচ হাজার ৯৫১ ও মৃত্যু ১৯ জনের। চলতি মাস জুলাইয়ে এ পর্যন্ত আক্রান্ত ছয় হাজার ৯২২ জন, মৃত্যু ২০ জনের।
স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি তিন লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হন। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি এক হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর। সর্বশেষ ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক লাখ এক হাজার ২১৪ জন হাসপাতালে ভর্তি হন। মৃত্যু হয় ৫৭৫ জনের।