ধামরাই প্রতিনিধি : ধামরাইয়ে পরিবেশ অধিদপ্তরের বিশেষ অভিযানে ৫টি অবৈধ ইটভাটাকে ৩০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এ সময় দুইটি ইটভাটার চিমনি ভেঙে গুঁড়িয়ে দিয়ে কার্যক্রম স্থগিত করার নির্দেশ দেওয়া হয়।
বুধবার (১৪ জানুয়ারি) পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের নির্বাহী মেজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তারের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের মধ্যে ছিল সোমভাগ ইউনিয়নের খান ব্রিকস, সান ব্রিকস, ইউ এস এ ব্রিকস, ডাউটিয়া ব্রিকস ও হালিমা ব্রিকস।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, প্রতিটি ইটভাটাকে ৬ লাখ টাকা করে মোট ৩০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বিশেষভাবে খান ব্রিকস ও সান ব্রিকস-এর চিমনি ভেঙে কার্যক্রম স্থগিত করা হয়েছে।
সহকারী পরিচালক নাজমুল হোসেন বলেন, ‘পরিবেশ অধিদপ্তরের নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজও ডাউটিয়া বিসিক শিল্প এলাকায় অভিযান চলছে। ইতোমধ্যে ৫টি ইটভাটায় অভিযান সম্পন্ন হয়েছে।
অভিযানে পরিবেশ অধিদপ্তরের উর্ধতন কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।
