বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
MENU
#
গণভোটে ‘হ্যাঁ’তে সিল দেওয়ার আহ্বান জানিয়ে ফটোকার্ড শেয়ার অব্যাহত
daily-fulki

গণভোটে ‘হ্যাঁ’তে সিল দেওয়ার আহ্বান জানিয়ে ফটোকার্ড শেয়ার অব্যাহত


স্টাফ রিপোর্টার : গণভোটের প্রচারণায় আইটি ফটোকার্ড শেয়ার অব্যাহত রেখেছে সরকার। ১১ জানুয়ারি থেকে শুরু হওয়া এ প্রচারণা আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত চলবে। বিভিন্ন ধরনের আটটি ফটোকার্ড শেয়ার করা হচ্ছে সরকারের পক্ষ থেকে।

বুধবার (১৪ জানুয়ারি) প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ এ তথ্য জানান। গণভোটের প্রচারণার অংশ হিসেবে এ কার্যক্রম চলছে বলে জানান তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে ভোট গ্রহণ করা হবে আগামী বছরের ১২ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার। ওইদিন জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটও।

সর্বাধিক পঠিত