বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
MENU
#
আশুলিয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
daily-fulki

আশুলিয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় অভিযান চালিয়ে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আলকাছ নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি আভিযানিক দল।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলাম।

এর আগে সোমবার দুপুর ১টার দিকে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত মোঃ আলকাছ (৩৬) টাঙ্গাইল জেলার মধুপুর থানার কুড়া গাছা এলাকার মৃত তোরাব উদ্দিনের ছেলে। বর্তমানে তিনি আশুলিয়ার নরসিংহপুর বুুড়িপাড়া এলাকায় থাকত বলে জানা যায়।

ডিবি পুলিশ জানায়, সোমবার দুপুর ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আশুলিয়ার নরসিংহপুর এলাকায় কতিপয় মাদক কারবারি মাদকদ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। পরে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আলকাছ নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

ডিবি পুলিশ আরও জানায়, আটক আসামীর সিডিএমএস পর্যালোচনা করে দেখা যায়, তার নামে পূর্বেরও একটি মাদক মামলা রয়েছে।

এ বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলাম জানান, আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সেই সাথে আজ দুপুরে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সর্বাধিক পঠিত