মাসুম বাদশাহ, মানিকগঞ্জ থেকে : মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় কৃষিপণ্যের বিপণন ও সংরক্ষণে নতুন সম্ভাবনার সূচনা হয়েছে। ধল্লা ইউনিয়নের মেদুলিয়া ডাবল ব্রিজ এলাকায় “সোনার বাংলা কাঁচা ও পাকা মালের আড়ৎ” চালুর মাধ্যমে স্থানীয় কৃষকদের জন্য সৃষ্টি হয়েছে একটি কার্যকর বিপণন কেন্দ্র।
সোমবার (১২ জানুয়ারি) দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে আড়তটির যাত্রা শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় কৃষক, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এই আড়ত চালুর আগেই কৃষিপণ্য সংরক্ষণের জন্য একটি মিনি কোল্ড স্টোর স্থাপন করা হয়। গত ২৭ আগস্ট দুপুরে আড়ত প্রাঙ্গণে স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম কোল্ড স্টোরটির উদ্বোধন করেন। এর ফলে আড়তের সঙ্গে যুক্ত কৃষক, ক্রেতা ও বিক্রেতারা পণ্য সংরক্ষণে বাড়তি সুবিধা পাচ্ছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
উদ্বোধন অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন- আড়তের সভাপতি মোহাম্মদ ফজলুর রহমান মাস্টার। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন সহ-সভাপতি ডা. মো. মাজহারুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম লাভলু।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন -হাফেজ মো. আবদুল কাদের। পরে পীর মাওলানা দীন মুহাম্মদের পরিচালনায় অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল।
আড়ত কর্তৃপক্ষ জানান, মিনি কোল্ড স্টোর সুবিধার ফলে স্থানীয় কৃষকরা তাদের উৎপাদিত কাঁচা ও পাকা পণ্য সংরক্ষণ করতে পারবেন। এতে পচন ও অপচয় কমবে এবং ন্যায্যমূল্য নিশ্চিত করা সহজ হবে। একই সঙ্গে পাইকার ও খুচরা ব্যবসায়ীরাও প্রয়োজন অনুযায়ী পণ্য বাজারজাত করার সুযোগ পাবেন।
স্থানীয় কৃষক ও ব্যবসায়ীরা বলেন, সিংগাইরে ‘সোনার বাংলা’ কাঁচা ও পাকা মালের আড়ৎ শুধু একটি বাজার নয়, বরং এটি কৃষকদের জন্য একটি নির্ভরযোগ্য বিপণন কেন্দ্র। এর মাধ্যমে সিংগাইর অঞ্চলের কৃষি অর্থনীতি আরও গতিশীল হবে এবং কৃষকদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
