বৃহস্পতিবার, 9 অক্টোবর 2025
MENU
daily-fulki

ধামরাইয়ে ২ কি.মি ধাওয়া করে ডাকাত ধরলেন ডিবি

ঢাকা সংবাদদাতা : ঢাকার ধামরাইয়ে কারখানায় ডাকাতির উদ্দেশ্যে অবস্থান নেয়া ডাকাত দলের সদস্যকে ২ কিলোমিটার ধাওয়া করে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে ডাকাতি করার সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

শনিবার (১৯ জুলাই) রাতে ধামরাইয়ের আমতলী এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- জামালপুর জেলার বকশিগঞ্জ থানার সাধুরপাড়া এলাকার মোঃ বিল্লালের ছেলে মোঃ শাহাজল (৩৮) ও ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার সোহাগী টেংগাপাড়া এলাকার মৃত হাকিমের ছেলে সুমন মিয়া (৩৫)। তারা উভয়ে গাজীপুরের কোনাবাড়ী ও বাসনা থানাধীন এলাকায় ভাড়া বাসায় থাকতো বলে জানা যায়।

ডিবি পুলিশ জানায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ধামরাই থানাধীন এলাকায় কারখানায় ডাকাতির জন্য কিছু ডাকাত দলের সদস্যরা অবস্থান করছে। পরে এমন সংবাদের ভিত্তিতে উক্তস্থানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা ট্রাক নিয়ে পালানোর চেষ্টা করে। পরে প্রায় ২ কিলোমিটার ধাওয়া করে আমতলী নামক এলাকা থেকে ডাকাত দলের দুই সদস্যকে আটক করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ১টি ছুরি ও ৪টি লক কাটার উদ্ধার করা হয়। সেই সাথে ডাকাতি কাজে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন জানান, আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দেশের বিভিন্ন স্থানে চুরি/ডাকাতি সহ নানা ধরনের অপকর্মের সাথে জড়িত। পরে তাদের পিসিপিআর পর্যালোচনা করে দেখা যায় বিভিন্ন থানায় তাদের নামে একাধিক মামলাও রয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।

সর্বাধিক পঠিত