রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
MENU
#
আশুলিয়ায় আসামি ধরতে গেলে পুলিশের ওপর হামলা, গ্রেফতার ১
daily-fulki

আশুলিয়ায় আসামি ধরতে গেলে পুলিশের ওপর হামলা, গ্রেফতার ১


আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ার বাংলাবাজার এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলার আসামিকে ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই)। এ ঘটনায় থানা পুলিশ অভিযান চালিয়ে শিহাব হোসেন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে।


শনিবার (১০ জানুয়ারি) সকাল ১০টার দিকে এই তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুবেল হাওলাদার।
পুলিশ জানায়, শুক্রবার রাত সাড়ে ৯টারদিকে আশুলিয়ার গোমাইল বাংলাবাজার এলাকায় এই হামলার ঘটনা ঘটে। 


হামলার শিকার পুলিশ সদস্য হলেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম, যিনি বর্তমানে আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গ্রেপ্তারকৃত শিহাব হোসেন (২২) গোমাইল এলাকার মঞ্জুর আহমেদের ছেলে। তিনি হত্যা মামলার পলাতক আসামি ও স্থানীয় ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহেল শিকদার’র শ্যালক বলে জানা গেছে।


পুলিশ সূত্রে জানা গেছে, এসআই মনিরুল ইসলামের নেতৃত্বে একটি টিম বৈষম্যবিরোধী ছাত্র হত্যার মামলার পলাতক আসামি সোহেল শিকদারকে গ্রেফতার করতে অভিযানে যায়। এ সময় আসামিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে অতর্কিত হামলা চালায়। এতে এসআই মনিরুল গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে ভর্তি করে।


ওসি মো. রুবেল হাওলাদার বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় শিহাব হোসেনকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

 

সর্বাধিক পঠিত