শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
MENU
#
বিএনপিকে ভালোবেসে ১২ বছর ভাত না খেয়েই মারা গেলেন নিজাম উদ্দিন
daily-fulki

বিএনপিকে ভালোবেসে ১২ বছর ভাত না খেয়েই মারা গেলেন নিজাম উদ্দিন


ঝিনাইদহ সংবাদদাতা : বিএনপিকে ভালোবেসে প্রায় ১২ বছর ভাত না খাওয়া কর্মী নিজাম উদ্দিন (৬৫) মারা গেছেন। তিনি পণ করেছিলেন দল (বিএনপি) সরকার গঠন না করা পর্যন্ত তিনি ভাত খাবেন না।

এভাবে ২০১৪ সালে ৩১ মে থেকে তিনি ভাত মুখে তোলেননি। সেই হিসেবে নিজাম উদ্দিন ভাত না খেয়ে আছেন ১১ বছর সাত মাস ১০ দিন।


শুক্রবার (৯ জানায়ারি) রাত ৩টার দিকে মারা যান দলের নিবেদিতপ্রাণ এই কর্মী। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
নিজাম উদ্দিনের বাড়ি ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে।

পরিবার ও এলাকাবাসী জানিয়েছেন, ২০১৪ সালের ৩১ মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নিজ গ্রামে দোয়া ও খাবারের আয়োজন করা হয়।

ওই সময় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা সেখানে গিয়ে রান্না করা খাবারের হাঁড়ি ফেলে দেন। 
এ ঘটনায় চরমভাবে ক্ষুব্ধ ও অপমানিত হয়েছিলেন নিজাম উদ্দিন। সে সময় তিনি প্রতিজ্ঞা করেন- বিএনপি যতদিন ক্ষমতায় না আসবে, ততদিন তিনি ভাত মুখে তুলবেন না।

এর পর থেকেই তিনি মৃত্যুর আগ পর্যন্ত কলা, রুটি, চিঁড়াসহ শুকনা খাবার খেতেন।


কখনো ভাত মুখে তোলেননি।
নিজাম উদ্দিনের ছেলে শাহ আলম বলেন, ভাত খাওয়ানোর জন্য তার বাবাকে পরিবারের সদস্যরা বহুবার চেষ্টা করেছেন। কিন্তু তিনি বলতেন, প্রতিজ্ঞা ভাঙলে আমি নিজের কাছে ছোট হয়ে যাবো। শেষ পর্যন্ত তিনি নিজের প্রতিজ্ঞায় অটল ছিলেন।

পরিবারের ভাষ্য মতে, ২০২৫ সালের অক্টোবর মাসে নিজাম উদ্দিন গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

বিষয়টি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কানে পৌঁছালে তিনি চিকিৎসার দায়িত্ব নেন। 
তার নির্দেশনায় ফরিদপুর ও ঢাকায় উন্নত চিকিৎসা করানো হয় নিজাম উদ্দিনকে। চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হয়ে নিজ গ্রামে ফিরে আসেন তিনি। তবে পুরোপুরি সুস্থ হতে না পারায় শেষ পর্যন্ত শুক্রবার ভোরে তিনি মৃত্যুবরণ করেন।

সর্বাধিক পঠিত