শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
MENU
#
হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না, স্বাস্থ্যঝুঁকিতে প্রসূতি
daily-fulki

হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না, স্বাস্থ্যঝুঁকিতে প্রসূতি


ফেনী সংবাদদাতা : ফেনী জেনারেল হাসপাতালের লেবার ওয়ার্ডে চলমান অনিয়মে প্রসূতি মা ও নবজাতকরা মারাত্মক সংক্রমণের ঝুঁকিতে পড়েছেন। হাসপাতালের অপারেশন থিয়েটার ব্যবহার করা হচ্ছে রান্নাঘর ও বিশ্রামকক্ষ হিসেবে। গ্যাসের চুলায় রান্না, অবাধ যাতায়াত ও শৃঙ্খলাহীনতার কারণে সঠিক স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে।

সম্প্রতি ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, নার্সরা অপারেশন থিয়েটারে পিঠা ও অন্যান্য খাবার তৈরি করছেন।


ঠিক পাশের কক্ষে চলছিল সিজারিয়ান অপারেশন, যেখানে রোগীর স্বজন ও বহিরাগতদের অবাধ চলাফেরা লক্ষ্য করা যায়। জড়িত নার্সদের মধ্যে রয়েছেন নার্সিং সুপারভাইজার নূর জাহান, কল্পনা রানী, হ্যাপী রানী সূত্রধর, সীমা কর্মকার, রত্না বসাক, রানী বালা ও দেলোয়ারা বেগম।
হাসপাতালে সেবা নিতে আসা প্রসূতিদের স্বজনরা অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে লেবার ওয়ার্ডের চিকিৎসকরা এসব অনিয়মের সঙ্গে পরিচিত। এ ছাড়া চিকিৎসকরাও বিভিন্ন অনুষ্ঠানে নার্সদের তৈরি খাবার গ্রহণ করেন।

এর ফলে রোগীরা সঠিক চিকিৎসা পান না এবং অনেক সময় স্বজনদের সহায়তা চাওয়ায় নার্সরা ক্ষেপে যান।
একজন রোগীর স্বজন আবু জাফর বলেন, এমন স্পর্শকাতর জায়গায় দিনের পর দিন এই অব্যবস্থাপনা আমাদের জন্য উদ্বেগের।

আরেকজন, ফরিদা আক্তার বলেন, যাদের সবচেয়ে বেশি সতর্ক থাকার কথা, তাদের কাছেই আমরা অনিরাপদ। সরকারি প্রতিষ্ঠানে সেবা নিতে এ ধরনের অসহায়ত্বের মুখোমুখি হতে হচ্ছে।


হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রৌকন উদ দৌলা বলেন, অপারেশন থিয়েটারের ভেতরে রান্না করা সংক্রমণের জন্য বিপজ্জনক। আমরা দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেব।

ফেনীর সিভিল সার্জন ডা. রুবাইয়াত বিন করিম বলেন, এ ধরনের অব্যবস্থা মারাত্মক স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করে। খোঁজখবর নেওয়া হবে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সাইফুল ইসলাম বলেন, আমি বিষয়টি জানি না।

এটি কখনোই গ্রহণযোগ্য নয়। শিগগিরই তদন্ত কমিটি গঠন করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বাধিক পঠিত