শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
MENU
#
সিংগাইরে ছাত্রদলের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন
daily-fulki

সিংগাইরে ছাত্রদলের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন


সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে “দেশ গড়ার পরিকল্পনা” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মানিকগঞ্জ জেলা ছাত্রদলের আয়োজনে বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুরে সিংগাইর উপজেলার চারিগ্রামে আয়োজিত এ কর্মশালার উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য ও মানিকগঞ্জ-০২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীক প্রার্থী ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান (শান্ত)।
উদ্বোধনী বক্তব্যে ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত বলেন, বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশকে নতুন করে গড়ে তোলা হবে।
তিনি বলেন, ছাত্রদল সব সময় গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার অগ্রভাগে ছিল এবং আগামীতেও থাকবে। বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় আনতে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি পাড়া-মহল্লায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার নির্দেশনা দেন।
প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক তারেক হাসান মামুন, বেসরকারি মেডিক্যাল ও ডেন্টাল কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মমি আনসারী, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মো. জোবায়ের হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. রাজিব আহমেদ, কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের ২য় আহ্বায়ক সদস্য ও সাবেক ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক মো. নাহিদ সুমন এবং ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো. সাইদুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ, সাধারণ সম্পাদক সিরাজুর রহমান, সিনিয়র সহ-সভাপতি মৃদুল কান্তি মন্ডল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, সাংগঠনিক সম্পাদক সাকিব খান অয়ন, দপ্তর সম্পাদক শোয়েব হাসান খান ও সহ-দপ্তর সম্পাদক শাহিনুর হোসেন শাহিনসহ জেলা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নেতাকর্মীরা।
প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন স্তরের প্রায় ৩০০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। কর্মশালায় অংশ নেওয়া প্রশিক্ষণার্থীরা বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন এবং ধানের শীষ প্রতীকের পক্ষে মাঠপর্যায়ে সক্রিয়ভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সর্বাধিক পঠিত