স্টাফ রিপোর্টার : বিমা খাতে শৃঙ্খলা আনার স্বার্থে নন-লাইফ ইন্স্যুরেন্সে ব্যক্তি এজেন্টদের লাইসেন্স স্থগিত করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।
বুধবার এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে।
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নির্দেশনায় বলা হয়েছে, নন-লাইফ বীমা ব্যবসা সংক্রান্ত সমস্যাসমূহ উত্তরণের জন্য সকল নন-লাইফ ব্যক্তি এজেন্টের লাইসেন্স স্থগিত করা হয়েছে।
এর ফলে চলতি বছরের ১ জানুয়ারি থেকে নন-লাইফ বীমা ব্যবসায় কোনো ব্যক্তি এজেন্ট থাকবে না।
এ কারণে নন-লাইফ বীমা ব্যবসা পরিচালনার ক্ষেত্রে ব্যক্তি এজেন্টকে কমিশন বা কমিশনের নামে কোনো ধরনের আর্থিক সুবিধা দেওয়া যাবে না।
এই নির্দেশনার অমান্য বীমা আইন-২০১০-এর ৫৮ (১) ধারার লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে।
