সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইর উপজেলার আঙ্গারিয়া গ্রামের বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবী বেগম আমেনা (৭৮) ইন্তেকাল করেছেন। তিনি প্রয়াত মো. শাহজাহানের স্ত্রী এবং দৈনিক সমাজকালের সিংগাইর প্রতিনিধি বদরুল আলম কিবরিয়ার মা।
মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত ৮টা ২৫ মিনিটে তিনি বার্ধক্যজণিত কারণে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বেগম আমেনা এ. কাদের ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক ছিলেন। শিক্ষা বিস্তারে তার অবদান এলাকায় ব্যাপকভাবে প্রশংসিত। তিনি ছিলেন সদালাপী, পরোপকারী ও ধর্মপরায়ণ একজন নারী।
মৃত্যুকালে তিনি দুই মেয়ে, তিন ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে আসে।
বুধবার (৭ জানুয়ারি) সকাল ৯টায় এ. কাদের ইন্টারন্যাশনাল স্কুল সংলগ্ন সড়কে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
তার মৃত্যুতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।
