বুধবার, 7 জানুয়ারী 2026
MENU
#
মাদক সম্পৃক্ততায় ৮ পুলিশ সদস্য বরখাস্ত
daily-fulki

মাদক সম্পৃক্ততায় ৮ পুলিশ সদস্য বরখাস্ত


স্টাফ রিপোর্টার : চট্টগ্রামে উদ্ধার করা মাদক আত্মসাৎ এবং মাদক পাচারকারীকে ছেড়ে দেওয়ার অভিযোগে আট পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বরখাস্ত হওয়া পুলিশ সদস্যরা হলেন বাকলিয়া থানার এসআই মোহাম্মদ আল-আমিন সরকার, কোতোয়ালি থানায় কর্মরত এসআই মোহাম্মদ আমির হোসেন, এএসআই সাইফুল আলম, মো. জিয়াউর রহমান, মো. সাদ্দাম হোসেন, এনামুল হক, কনস্টেবল মো. রাশেদুল হাসান ভূঞা ও নারী কনস্টেবল উম্মে হাবিবা।

সোমবার (৫ জানুয়ারি) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনারের নির্দেশে তাদের বরখাস্ত করা হয়েছে বলে নিশ্চিত করেন নগর পুলিশের সহকারী কমিশনার (গণমাধ্যম) আমিনুর রশিদ।

তিনি বলেন, মাদকদ্রব্য আত্মসাৎ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রদান এবং বৈধ আদেশ অমান্য করার অভিযোগে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।


গত ৮ ডিসেম্বর রাতে চট্টগ্রাম নগরের নতুন ব্রিজ এলাকার একটি চেকপোস্টে কক্সবাজার থেকে ঢাকাগামী দেশ ট্রাভেলসের একটি বাসে তল্লাশি চালিয়ে কক্সবাজার জেলা পুলিশের কনস্টেবল মো. ইমতিয়াজ হোসেনের সঙ্গে থাকা একটি ট্রলি ব্যাগ থেকে ১ লাখ ইয়াবা উদ্ধার করা হয়। পাচারকারী ইমতিয়াজকে ছেড়ে দিয়ে উদ্ধার করা এসব ইয়াবা সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা আত্মসাৎ করেন বলে অভিযোগ উঠে।

জানা গেছে, কনস্টেবল ইমতিয়াজ শুরুতে বিষয়টি অস্বীকার করেন। তথ্য-প্রমাণ পাওয়ায় ইয়াবাসহ আটক হওয়ার পুরো ঘটনা খুলে বলেন।


এদিকে ইয়াবা গায়েবের সংবাদ প্রকাশের পর স্বপ্রণোদিত হয়ে গত ২৩ ডিসেম্বর একটি পৃথক ‘মিস কেস’ নথি খুলেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এসএম আলাউদ্দিন মাহমুদ। 
এ বিষয়ে তদন্ত করে ১২ জানুয়ারির মধ্যে প্রতিবেদন দিতে সিএমপির উপকমিশনারকে (দক্ষিণ) নির্দেশ দিয়েছেন আদালত। 
আদালত ছাড়াও সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি) মর্যাদার একজন কর্মকর্তা বিষয়টি তদন্ত করছেন বলে জানা গেছে।

সর্বাধিক পঠিত