স্টাফ রিপোর্টার: সাভারে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
হরিণধরা চামড়া শিল্প এলাকায় কাঁচা চামড়া আড়ৎ মালিক সমিতির উদ্যোগে আয়োজিত এ দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবদুল আজিজ। সংগঠনের নিজস্ব কার্যালয়ে আয়োজিত এ সভায় মরহুমার আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় । সভায় বক্তরা বলেন, খালেদা জিয়া ছিলেন প্রকৃত আপসহীন নেত্রী। অন্যায়ের সাথে ও দেশ বিরোধী কোন কাজে কখনও তিনি আপস করেননি।
সভায় বক্তারা অভিযোগ করেন, দেশ নেত্রীকে স্লো পয়জনে হত্যা করা হয়েছে। সভায় অনেকের মধ্যে
উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা রেজাউল করিম জুয়েল,সিনিয়র সহ সভাপতি আবদুর রহমান,সাধারন সম্পাদক কাকন হোসেন,সহ সভাপতি মোহন বাদশা,তেঁতুলঝোড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইসমাইল হোসেন সিরাজী, জহির উদ্দিন প্রমুখ।
