সোমবার, 5 জানুয়ারী 2026
MENU
#
মাদুরোকে গ্রেপ্তার করেছে মার্কিন বাহিনী, মুখোমুখি হবেন ফৌজদারি মামলার: সিনেটর
daily-fulki

মাদুরোকে গ্রেপ্তার করেছে মার্কিন বাহিনী, মুখোমুখি হবেন ফৌজদারি মামলার: সিনেটর

ফুলকি ডেস্ক : রিপাবলিকান সিনেটর মাইক লি জানিয়েছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তাকে বলেছেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মার্কিন বাহিনী গ্রেপ্তার করেছে। তিনি যুক্তরাষ্ট্রে ফৌজদারি অভিযোগে বিচারের মুখোমুখি হতে পারেন।


শনিবার (৩ জানুয়ারি) তিনি এক্স-পোস্টে বলেছেন, রুবিও এখন আর ভেনেজুয়েলায় কোনো পদক্ষেপ নেওয়ার প্রত্যাশা করছেন না- যেহেতু মাদুরো মার্কিন হেফাজতে আছেন।


মাইক লি বলেন, 'সম্ভবত' এই পদক্ষেপটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংবিধানের দ্বিতীয় অনুচ্ছেদের অধীনে মার্কিন কর্মীদের 'প্রকৃত বা আসন্ন আক্রমণ থেকে রক্ষা করার' কর্তৃত্বের মধ্যে পড়ে।

ভেনেজুয়েলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র 'সফলভাবে' একটি 'বড় আকারের হামলা' চালিয়েছে বলে ট্রাম্পের বক্তব্যের পর সিনেটরের এই মন্তব্য এলো।


এর আগে ট্রাম্প দাবি করেন, মাদুরো এবং তার স্ত্রীকে 'দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে'।

সর্বাধিক পঠিত