বুধবার, 31 ডিসেম্বর 2025
MENU
#
খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ স্থানীয় সংবাদপত্র পরিষদের শোক
daily-fulki

খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ স্থানীয় সংবাদপত্র পরিষদের শোক


স্টাফ রিপোর্টার : বাংলাদেশের সাবেক সফল প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতান্ত্রিক আন্দোলনের পুরোধা, জনগণের অধিকার প্রতিষ্ঠার উজ্জ্বল নক্ষত্র বেগম খালেদা জিয়ার ইন্তেকালে বাংলাদেশ স্থানীয় সংবাদপত্র পরিষদ (বাসপ)’র পক্ষ থেকে বুধবার (৩১ ডিসেম্বর) গভীর শোক প্রকাশ করা হয়েছে। 

শোক বার্তায় বাংলাদেশ স্থানীয় সংবাদপত্র পরিষদের সভাপতি এডভোকেট আমিনুল হক আকবর ও মহাসচিব নাজমুস সাকিব বলেন, দেশের চরম দু:সময়ে বেগম খালেদা জিয়া রাজনীতি এসে নিজের সমগ্র জীবন উৎসর্গ করেছেন দেশ ও মানুষের জন্য। আজীবন লড়েছেন স্বৈরাচার, ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে। তিঁনি নেতৃত্ব দিয়েছেন স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে।

শোক বার্তায় নেতৃবৃন্দ আরও বলেন, তিনি বারবার গ্রেফতার হয়েছেন, চিকিৎসা থেকে বঞ্চিত হয়েছেন, সর্বোচ্চ নিপীড়নের শিকার হয়েছেন। তবুও যন্ত্রণা, একাকিত্ব ও অনিশ্চয়তার মধ্যে থেকেও তিনি অদম্য সাহস, সহানুভূতি ও দেশপ্রেম সঞ্চার করেছিলেন দলের প্রতিটি সদস্যের মাঝে।


তিন বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান বেগম খালেদা জিয়া ছিলেন এক দেশপ্রেমিক নেতা। তিনি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে সর্বোচ্চ ত্যাগ, ভোটের অধিকার প্রতিষ্ঠায় নিরন্তর সংগ্রাম ও বর্ণাঢ্য জীবনের পরিসমাপ্তি ঘটেছে। তাঁর শূণ্যস্থান সহজে পূরণ হবার নয়।


শোক বার্তায় বাংলাদেশ স্থানীয় সংবাদপত্র পরিষদের সভাপতি ও মহাসচিব মহান আল্লাহর কাছে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা আরও বলেন, মহান রব তাঁকে চিরশান্তির জান্নাত নসীব করুন। তাঁর পরিবার, রাজনৈতিক দল বিএনপি’র নেতাকর্মী ও শুভার্থীদের এই শোক কাটিয়ে ওঠার তৌফিক দান করুন। বেগম খালেদা জিয়ার চিরবিদায়ের এই শোক দেশের জনগণের নতুন চলার শক্তি হয়ে উঠুক, আমিন।

 

সর্বাধিক পঠিত