বৃহস্পতিবার, 9 অক্টোবর 2025
MENU
daily-fulki

ছাত্রদের দিয়ে রাজনৈতিক দল গঠনের পেছনে বিকৃত মস্তিষ্কের প্ররোচনা : কর্নেল অলি


স্টাফ রিপোর্টার : লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল অলি আহমদ বীর বিক্রম (অব.) বলেছেন, আন্দোলনরত ছাত্রদের দিয়ে রাজনৈতিক দল গঠনের পেছনে কিছু ‘বিকৃত মস্তিষ্কের’ এবং ‘নাস্তিক’ ব্যক্তির প্ররোচনা ছিল। তিনি অভিযোগ করেন, এসব প্ররোচনায় ছাত্ররা বিপথে গিয়েছে এবং তাদের সম্ভাবনাময় ভূমিকা নষ্ট হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) ঢাকার আইডিইবি মিলনায়তনে এলডিপি ঢাকা মহানগর উত্তর আয়োজিত এক আলোচনা সভায় এসব মন্তব্য করেন কর্নেল অলি।
তিনি বলেন, “যে ছাত্ররা আন্দোলন করেছে, তারা রেভ্যুলেশনের গার্ড বা ওয়াচডগের মতো দায়িত্ব পালন করতে পারত। কিন্তু তারা এখন নিজেরাই রাজনৈতিক দল করেছে, আর সেটা হয়েছে কিছু বিকৃত মস্তিষ্কের লোকের বুদ্ধিতে।”

নতুন গঠিত ছাত্র সংগঠন এনসিপিকে ইঙ্গিত করে অলি বলেন, “তাদের মাথার ওপরে কোনো ছাদ নেই। ইউনূস সাহেবও তাদের রক্ষা করতে পারবেন না। আন্দোলন এখনো পূর্ণরূপ পায়নি, আরও অনেক কিছু বাকি আছে।”

তিনি আরও বলেন, “বিপ্লব, আন্দোলন ও যুদ্ধ এক জিনিস নয়। ছাত্রদের বুঝতে হবে, এ আন্দোলন কোনো সশস্ত্র সংগ্রাম ছিল না, বরং এটি ছিল ‘হাসিনামুক্ত বাংলাদেশ’ গড়ার একটি প্রচেষ্টা।”

আলোচনায় তিনি কিছু বুদ্ধিজীবীদের ‘পাগল’ ও ‘নাস্তিক’ বলে আখ্যা দিয়ে বলেন, “এই গাধাগুলো বিপ্লব আর যুদ্ধের পার্থক্য বোঝে না। যারা মাথায় টুপি দিয়ে পাগলামী ছড়ায়, তাদের বলছি—গাঁজা খাও, কিন্তু মানুষকে গাঁজা খাওয়াতে যেও না।”
 

সর্বাধিক পঠিত