শনিবার, 5 জুলাই 2025
MENU
daily-fulki

অস্ত্র আইনে মামলা, সাভারে বিএনপি নেতা অস্ত্রসহ আদাবরে আটক


স্টাফ রিপোর্টার : সাভার উপজেলার কাউন্দিয়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম মোমিনকে রাজধানীর আদাবর এলাকা থেকে আটক করেছে যৌথবাহিনী। পরে তাকে আদাবর থানায় হস্তান্তর করা হয়।  গতকাল শনিবার তাকে অস্ত্র আইনের মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে বলে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম জাকারিয়া নিশ্চিত করেন।  
জানা যায়, রাজধানীর আদাবর থানা এলাকায় মোমিনুল ইসলাম তার এক বন্ধুর প্রাইভেটকারে থাকা অবস্থায় সন্দেহ বশত যৌথবাহিনী তল্লাশী করে। পরে গাড়ীতে থাকা ২০ রাউন্ড গুলি, ২টি চাপাতি ও ১টি ছাইনিজ কুড়াল জব্দ করা হয়। যৌথবাহিনী শুক্রবার রাতেই তাকে আদাবর থানায় হস্তান্তর করেন। মোমিনুল ইসলাম মোমিন কাউন্দিয়া ইউনিয়নের পশ্চিম পাড়ার ইলিয়াস হোসেনের ছেলে। 
আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম জাকারিয়া জানান, মোমিনুল ইসলাম মোমিনের বিরুদ্ধে অস্ত্র আইনে আদাবর থানায় একটি মামলা হয়েছে। তিনি আরো বলেন, তার কাছ থেকে ২০ রাউন্ড গুলি, ২টি চাপাতি ও ১টি ছাইনিজ কুড়াল জব্দ করা হয়েছে।
 


News Writer

SB

সর্বাধিক পঠিত