মঙ্গলবার, 30 ডিসেম্বর 2025
MENU
#
বাংলাদেশের রাজনীতিতে একটা বিশাল শূন্যতা সৃষ্টি হলো : মির্জা ফখরুল
daily-fulki

বাংলাদেশের রাজনীতিতে একটা বিশাল শূন্যতা সৃষ্টি হলো : মির্জা ফখরুল


স্টাফ রিপোর্টার : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশের রাজনীতিতে বিশাল শূন্যতা হলো বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সংবাদ ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, গণতন্ত্রের মা, আমাদের জাতীয় অভিভাবক আমাদের ছেড়ে চলে গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তিনি বলেন, এই শোক, এটা অস্বাভাবিক, এটা অপূরণীয়। জাতি কোনোদিন পূরণ করতে পারবে না। যে নেত্রী তার সারাটা জীবন জনগণের অধিকার আদায়ের জন্য, কল্যাণের জন্য সমগ্র জীবন উৎসর্গ করেছিলেন, সেই নেত্রী আমাদের মাঝে নেই। আমরা যারা তার সহকর্মী-রাজনৈতিক কর্মী, আমরা এটা ভাবতেও পারি না।


মির্জা ফখরুল ইসলাম বলেন, আজ বাংলাদেশের রাজনীতিতে একটা বিশাল শূন্যতা সৃষ্টি হলো। শুধু তাই নয়, গণতান্ত্রিক আন্দোলনে একটা বিশাল শূন্যতা সৃষ্টি হলো।

সর্বাধিক পঠিত