বৃহস্পতিবার, 9 অক্টোবর 2025
MENU
daily-fulki

সোহরাওয়ার্দীতে জামায়াতের সমাবেশ চলছে

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর সমাবেশ শুরু হয়েছে। শনিবার দুপুর ২টার দিকে এ সমাবেশ শুরু হয়। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ জাতীয় সংসদ নির্বাচনের সোহরাওয়ার্দী উদ্যানে প্রথমবারের মতো সমাবেশ করছে জামায়াতে ইসলামী। সমাবেশ ঘিরে ইতিমধ্যে নেতা-কর্মীদের ঢল নেমেছে উদ্যান এলাকায়। গতকাল রাত থেকেই সমাবেশস্থলে অবস্থান নেন নেতা-কর্মীরা। ফজরের পর কার্যত পূর্ণ হয়ে যায় সভাস্থল।

এদিন সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে সোহরাওয়ার্দী উদ্যানে জমায়েত হতে থাকেন জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা। কেউ আসেন বাসে, কেউবা হেঁটে। ঢাকা ও আশপাশের এলাকা থেকে দলে দলে লোকজনের আগমন ঘটে। ব্যানার ও ফেস্টুন হাতে মিছিল নিয়ে সমাবেশস্থলের দিকে আসেন দলটির নেতা-কর্মীরা।

এর আগে সারা দেশ থেকে লঞ্চ, ট্রেন ও বাসে করে রাজধানীতে আসেন নেতা-কর্মীরা। ইতিহাসে প্রথমবারের মতো সোহরাওয়ার্দী উদ্যানে এই সমাবেশ করছে জামায়াত। এর আগে জামায়াত কখনো সোহরাওয়ার্দী উদ্যানে দলীয়ভাবে সমাবেশ করেনি।

লক্ষ্যে লেভেল প্লেয়িং ফিল্ড বা সমান সুযোগ নিশ্চিত করাসহ ৭ দফা দাবিতে দলটি ‘জাতীয় সমাবেশ’ করছে।

 

সর্বাধিক পঠিত