সোমবার, 29 ডিসেম্বর 2025
MENU
#
সাভারে জাতীয় স্মৃতিসৌধে প্রধান বিচারপতি’র শ্রদ্ধা নিবেদন
daily-fulki

সাভারে জাতীয় স্মৃতিসৌধে প্রধান বিচারপতি’র শ্রদ্ধা নিবেদন



স্টাফ রিপোর্টার : সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন সদ্য নিয়োগপ্রাপ্ত প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। রোববার (২৮ ডিসেম্বর) দুপুর সাড়ে তিনটায় তিনি সড়ক পথে স্মৃতিসৌধে পৌঁছে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে তিনি শ্রদ্ধা নিবেদন করেন। 


শ্রদ্ধা নিবেদন শেষে বীর শহীদদের স্মরণে এক মিনিট নিরাবতা পালন করেন ও স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এসময় তার সাথে অন্য বিচারপতিরা উপস্থিত ছিলেন। সকাল ১০টা ২৫ মিনিটের দিকে দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে শপথ বাক্য পাঠ করান। এরআগে আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে প্রধান বিচারপতি নিয়োগ দিয়ে গত ২৩ ডিসেম্বর প্রজ্ঞাপন জারি হয়।  


জানা যায়, জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের ১১ আগস্ট দেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছিলেন বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ এবং শনিবার (২৭ ডিসেম্বর) আনুষ্ঠানিক ভাবে অবসরে যান তিনি। 
 

সর্বাধিক পঠিত