রবিবার, 28 ডিসেম্বর 2025
MENU
#
সিংগাইরে ডাকাতের কবলে নাট্যকর্মী, মোবাইল-টাকা লুট
daily-fulki

সিংগাইরে ডাকাতের কবলে নাট্যকর্মী, মোবাইল-টাকা লুট


সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় গভীর রাতে নাটক দেখে বাড়ি ফেরার পথে ডাকাতের কবলে পড়ে গুরুতর আহত হয়েছেন আবুল হোসেন (৩৬) নামে এক নাট্যকর্মী। এ সময় ডাকাতরা তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়।


শনিবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টারদিকে সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের ধল্লা-ফোর্ডনগর আদর্শ গ্রাম সড়কের আরসিএল গেটের উত্তর পাশে এ ঘটনা ঘটে।
আহত আবুল হোসেন ফোর্ডনগর আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা ও হাজী ইদ্রিস আলীর ছেলে। তিনি উপজেলা গণ অধিকার পরিষদের সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি বেশ কয়েকটি সিনেমা ও নাটকে পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন। এলাকার মানুষের কাছে তিনি ‘আবুল নায়ক’ নামে পরিচিত।


অভিযোগ সূত্রে জানা যায়, ওই রাতে নাটক দেখে বাড়ি ফেরার পথে আরসিএল গেটের উত্তর পাশে পৌঁছালে মুখোশধারী ৫-৬ জনের একটি ডাকাত দল তার ওপর অতর্কিত হামলা চালায়।


এ সময় ডাকাতরা তার কাছে থাকা একটি স্মার্ট আইটেল মোবাইল ফোন ও নগদ দেড় হাজার টাকা ছিনিয়ে নেয়। তিনি চিৎকার করলে ডাকাত দলের এক সদস্য ধারালো অস্ত্র দিয়ে তাকে কোপ মারে, এতে তিনি গুরুতর আহত হন। একই সময়ে ডাকাতরা পার্শ্ববর্তী সাভার থানার তেঁতুলঝোড়া এলাকার এক অটোচালকের কাছ থেকে ২ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং তার অটোগাড়িটিও নিয়ে যায়। পরে আবুল হোসেনকে রশি দিয়ে বেঁধে রেখে ডাকাতরা ঘটনাস্থল ত্যাগ করে।


রবিববার (২৮ ডিসেম্বর) সকালে আহত আবুল হোসেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা গ্রহণ শেষে সিংগাইর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন বলে বিষয়টি নিশ্চিত করেন তিনি।


এ বিষয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাজহারুল ইসলাম বলেন, “লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
 

সর্বাধিক পঠিত