বুধবার, 24 ডিসেম্বর 2025
MENU
#
নির্বাচনের বাকি ৪৯ দিন নানামুখী চ্যালেঞ্জ ভোটের মাঠে
daily-fulki

নির্বাচনের বাকি ৪৯ দিন নানামুখী চ্যালেঞ্জ ভোটের মাঠে


স্টাফ রিপোর্টার : ১২ ফেব্রুয়ারির ১৩তম সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে বিরাজমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে কেন্দ্র ও মাঠ প্রশাসন, পুলিশের কথা শুনেছে এ এম এম নাসির উদ্দিন নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। মাঠ কর্মকর্তারা অনেকেই বিশৃঙ্খলা ও পরিবেশ বিঘ্নের আশঙ্কার কথা বলেছেন। সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র ও টাকা আসার কথা বলেছেন কয়েকজন।

ভোটের মাঠে নানামুখী চ্যালেঞ্জের কথা তুলে ধরেছেন। ফ্যাসিস্টদের মোকাবিলা করা এবং বিভিন্ন রাজনৈতিক দলের কোন্দল বিশৃঙ্খলা তৈরি করছে বলে জানান মাঠ কর্মকর্তারা। গতকাল নির্বাচন ভবনে সব বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার,      রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক, ডিআইজি, পুলিশ সুপার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মিলিয়ে দুই শতাধিক কর্মকর্তার সঙ্গে মতবিনিময় করেছে ইসি।

২১ ডিসেম্বর তিন বাহিনী প্রধান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বিভাগ, সংস্থাসহ সংশ্লিষ্ট বাহিনীর প্রধান ও প্রতিনিধি, মহাপরিচালকদের বৈঠক করেছে। আজ (বুধবার) গোয়েন্দা সংস্থার সঙ্গে আলাদা বৈঠক রয়েছে। রিটার্নিং কর্মকর্তাসহ মাঠ প্রশাসন ও পুলিশ কর্মকর্তাদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, কোনো ধরনের পক্ষপাতিত্ব নিয়ে কাজ করবেন না; পেশাদারির সঙ্গে নিরপেক্ষভাবে কাজ করতে হবে। মাঠ প্রশাসনের কর্মকর্তাদের নির্বাচন ব্যবস্থা নিয়ে মতবিনিময় ও ব্রিফিংয়ে একগুচ্ছ নির্দেশনা দেন সিইসি।

চার নির্বাচন কমিশনার, ইসি সচিব, বিভিন্ন মন্ত্রণালয় সচিব ও বিভাগের প্রতিনিধি, আইজিপি, বিভাগীয় কমিশনার, ডিআইজি, পুলিশ কমিশনার, ৬৪ জন জেলা প্রশাসক, ৬৪ জন এসপি, ৬৪ জন জেলা নির্বাচন কর্মকর্তা, ১০ জন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা মিলিয়ে ২২৬ জন এদিন সভায় অংশ নেন। সকালে মতবিনিময় সভা শুরু হয়। বেলা ২টার পরে সমাপনী বক্তব্য দেন সিইসি। বিকালে স্বরাষ্ট্রসহ তিন উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার এক বিশেষ সহকারী মাঠ কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা দেন।

সমাপনী ভাষণে সিইসি অপতথ্য, মিথ্যা তথ্য ও গুজব রোধের পাশাপাশি ভালো উদ্যোগের প্রচারে কার্যকর ভূমিকা রাখতে সবার সহযোগিতা চান। অভিযোগ পেলে তার সুরাহা করতে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারকে তৎপর হওয়ার তাগিদ দেন তিনি।

সম্প্রতি ময়মনসিংহে একজনকে পুড়িয়ে মারা ঘটনার প্রসঙ্গ টেনে সম্প্রীতি বজায় রাখা এবং নিরাপত্তা নিশ্চিতের নির্দেশনা দেন সিইসি। তিনি বলেন, মাইনরিটি কমিউনিটির যারা ভোট দিতে আসতে চান, তারা যাতে সেইফলি আসতে পারে; ভোটটা দিতে পারে; দিয়ে বাড়ি পর্যন্ত যেতে পারে এবং শান্তিতে ঘুমাতে পারে, সে ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, সর্বশক্তি এবং সর্বাত্মক প্রচেষ্টার মাধ্যমে এবারের নির্বাচন সফল ও সুন্দরভাবে করতে পারব। সেই সক্ষমতা আমাদের আছে। কঠোর পদক্ষেপ গ্রহণে নির্বাচন কমিশনের অব্যাহত সহযোগিতা চান তিনি। আইজিপি বলেন- সমাজের বিভিন্ন দাবিদাওয়া, রাস্তা অবরোধ, মহাসড়ক অবরোধ, সমাজে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা দেখা যাচ্ছে। তিনি বলেন, এসব বন্ধ করার সময় এসেছে। কিশোরগঞ্জের পুলিশ সুপার এস এম ফরহাদ হোসেন জানান, অভিযুক্ত ও সন্দেহভাজনদের আটক-গ্রেপ্তার চলমান। কিছু কনফ্লিক্ট রয়ে গেছে। ইতঃপূর্বে যারা বিভিন্ন ধরনের দুষ্টুমি করেছে, তারা এখন বিভিন্ন দলের আন্ডারে/কভারে কাজ করার চেষ্টা করছে। জেলায় ১ হাজার ৯০০ কেন্দ্রের জন্য পুলিশের জনবল সংকটের কথা জানান তিনি। এসপি জানান, বিভিন্ন রাজনৈতিক দলের কোন্দল কিছু বিশৃঙ্খলা তৈরি করছে। প্রতিদ্বন্দ্বী দলগুলোর কোন্দলও সমস্যা তৈরি করছে। সোশ্যাল মিডিয়ায় অস্থিরতা সৃষ্টিকারী কনটেন্ট রয়েছে। নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী বলেন, একই দিনে দুটি নির্বাচন হওয়ায় সচেতনতা খুবই জরুরি।

খুলনা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান জানান, অধস্তনদের ট্রান্সফারের বিষয়টা এসপির অধীনে দিলে পোস্টিং করে কমিশনকে অবগতি করার সুযোগ হলে আইনশৃঙ্খলার জন্য অনেক সহায়ক হবে।

খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার ফয়সাল কাদের জানান, সংসদ ও গণভোট একই দিনে হতে যাচ্ছে। গণভোটের বিষয়ে স্থানীয় পর্যায়ে ব্যাপক প্রচারণা দরকার। চট্টগ্রামের ডিসি বলেন, চট্টগ্রামের বিভিন্ন দুর্গম এলাকায় বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ রয়েছে। সেখানে দ্রুত অস্ত্র উদ্ধার প্রয়োজন।

ময়মনসিংহ বিভাগীয় কমিশনার বলেন, অপরাধীদের ঢালাও জামিন বন্ধের বিষয়ে বিচার বিভাগের সঙ্গে সমন্বয় করতে হবে। অপরাধীদের জামিন বিষয়ে বিচার বিভাগের সঙ্গে সভার আহ্বান জানাচ্ছি।

তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুসারে বৈষম্যহীন জবাবদিহিমূলক ন্যায়নিষ্ঠ সরকার গঠনে মাঠপ্রশাসন সাংবিধানিক দায়িত্ব নিরপেক্ষ, স্বচ্ছ জবাবদিহিতার সঙ্গে পালনের অঙ্গীকার ব্যক্ত করছি।

রাজশাহী পুলিশ কমিশনার বলেন, আমরা এআই জেনারেটেড ছবি বা ভিডিও বন্ধ করার জন্য বিটিআরসিকে জানাচ্ছি। নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের পরে যদি সাজা দেওয়া হয়, তাহলে এটা দেখে অন্য কেউ করার সাহস পাবে না।

চট্টগ্রাম রেঞ্জের পুলিশের উপমহাপরিদর্শক বলেন, প্রেস-মিডিয়া ও ইউটিউব, ফেসবুক আইনশৃঙ্খলার বিপর্যস্ত নিয়ে এত কথা শুনি। ফলে আমার মাঝে মাঝে মনে হয়, আমরা সিরিয়া, লেবানন আর ইরিত্রিয়া এ রকম কোনো দেশে বসবাস করছি। নেগেটিভলি আইনশৃঙ্খলা ব্যবস্থাকে পোট্রেইট করায় তাতে ভোটার টার্ন আউট কমে যাওয়ার আশঙ্কা বাড়ছে।

সিলেটের ডিসি বলেন, দেশ ও বিদেশ থেকে ফেইক নিউজ হচ্ছে। এগুলি শনাক্ত করে মেটার সঙ্গে আলোচনা করা যায়। খুলনার বিভাগীয় কমিশনার বলেন, অস্ত্র উদ্ধার, এআই ও চ্যাট জিপিটির অপব্যবহার ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। ড্রোনের ক্ষেত্রে ইন্সট্রাকশন চাই। ঢাকা রেঞ্জের পুলিশের উপমহাপরিদর্শক বলেন, আমরা নিজ নিজ ক্ষেত্র থেকে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন করতে বদ্ধপরিকর।

কুমিল্লার এসপি বলেন, অনেক সময় প্রার্থীর সঙ্গে সংশ্লিষ্ট আসনের প্রিসাইডিং অফিসারদের সম্পর্ক থাকে। তাই তিনি এক আসনের কর্মকর্তাদের অন্য আসনে নিয়োগ দেওয়ার পরামর্শ দেন।

 

সর্বাধিক পঠিত