রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
MENU
#
জাবি’র ‌‘বি’ ইউনিটের ফল প্রকাশ, পাসের হার ১৩
daily-fulki

জাবি’র ‌‘বি’ ইউনিটের ফল প্রকাশ, পাসের হার ১৩


জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে। এই ইউনিটে পাসের হার শতকরা ১৩ দশমিক ৮০ শতাংশ।


মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক শামছুল আলম সেলিম।


বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির তথ্যমতে, সমাজবিজ্ঞান অনুষদভুক্ত বি ইউনিটে মোট আবেদনকারী ভর্তি-ইচ্ছুক পরীক্ষার্থী ছিলেন ২০ হাজার ৫৮৩ জন। এরমধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেন ১৭ হাজার  ৭৩৪ জন। সে হিসাবে এই ইউনিটে পরীক্ষায় উপস্থিতির হার ছিল মোট ৮৬ দশমিক ১৬ শতাংশ। এরমধ্যে পাস করেছেন ২ হাজার ৪৪৭ জন পরীক্ষার্থী। হিসাবে মোট পাস করেছেন ১৩ দশমিক ৮০ শতাংশ পরীক্ষার্থী।


বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক শামছুল আলম বলেন, ‘বি ইউনিটে মোট আসন ৩২৬টি। সাধারণত আসনের ১০ গুণ মেধাতালিকা প্রকাশ করা হলেও এ বছর পাশের হার কম হওয়ায় তা সম্ভব হয়নি। পরীক্ষায় উত্তরপত্র সঠিকভাবে পূরণ না করায় ৫৮ জনের ওএমআর শিট বাতিল করা হয়। সোমবার সকাল ৯টা থেকে ছাত্রীদের দুই শিফট ও ছাত্রদের এক শিফটে মোট তিন শিফটে বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।’

সর্বাধিক পঠিত