মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জে আট দফা দাবি আদায় বাস্তবায়নে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল পৌনে ১১টার দিকে সাটুরিয়া উপজেলার দোতরা এলাকার ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা।
জানা যায়, জেলার সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের দোতরা এলাকায় স্থাপিত কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা আট দফা দাবি আদায়ের লক্ষ্যে ঢাকা-আরিচা মহাসড়কে বিক্ষোভ করেছেন।
মঙ্গলবার ইনস্টিটিউটের পরীক্ষা বর্জন করে সকাল পৌনে ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান কর্মসূচি পালন করে তারা।
এ সময় মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়। অনতিবিলম্বে শিক্ষার্থীরা কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের উচ্চ শিক্ষাসহ যৌক্তিক আট দফা দাবি বাস্তবায়নের জোর দাবি জানান।
মহাসড়কে যানবাহন ও যাত্রীদের দুর্ভোগের কথা বিবেচনা করে ২০ মিনিট পর বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ কর্মসূচি থেকে সরে আসেন শিক্ষার্থীরা।
গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কউসিক বলেন, ঢাকা-আরিচা মহাসড়কের দোতরা এলাকায় শিক্ষার্থীদের বিক্ষোভের কারণে কিছু সময় যানবাহন চলাচল বন্ধ ছিল।
শিক্ষার্থীরা মহাসড়ক থেকে সরে গেলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
