মানিকগঞ্জ প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ আসনে জাতীয় পার্টির মনোনয়ন ফরম কিনেছেন দলের প্রেসিডিয়াম সদস্য, জেলা জাতীয় পার্টির সভাপতি ও সাবেক সংসদ সদস্য এস এম আব্দুল মান্নান।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে সিংগাইর উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক মোঃ রফিকুল ইসলাম। তিনি জানান, দলের পক্ষ থেকে এস এম আব্দুল মান্নানকেই প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে।
দলীয় ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে বিএনপির প্রার্থী আফরোজা খান রিতার চেয়ে ৪০ হাজার ৮২৯ ভোট বেশি পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন এস এম আব্দুল মান্নান।
২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়ন পেলেও জমা না দেওয়ায় আওয়ামী লীগের প্রার্থী কণ্ঠশিল্পী মমতাজ বেগম বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন পেলেও আওয়ামী লীগের পেশি শক্তির প্রভাবে ভোটের দুই দিন আগে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি।
দ্বাদশ সংসদ নির্বাচন পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পুরোনো ভোট ব্যাংক ও সাংগঠনিক শক্তিকে ভিত্তি করে আবারও এস এম আব্দুল মান্নানকে সংসদে পাঠাতে চান তার দলীয় নেতা-কর্মী ও সমর্থকরা।
