সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে থানা পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
থানা পুলিশের প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, সিংগাইর থানার অফিসার ইনচার্জ মোঃ মাজহারুল ইসলাম-এর নেতৃত্বে এসআই (নিঃ) হাসিনা আক্তারসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২২ ডিসেম্বর) রাত সাড়ে ১১ টায় এ অভিযান পরিচালনা করে।
জানা যায়, সিংগাইর থানার ধল্লা ইউনিয়নের বাস্তা বাসস্ট্যান্ড সংলগ্ন দক্ষিণ পাশে ব্রিজের ওপর অভিযান চালিয়ে মতি মোল্লা (৩৪) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার দুর্গাপুর এলাকার বাসিন্দা। গ্রেফতারের সময় তার হেফাজত থেকে ১০ (দশ) কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ টাকা।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। তাকে মঙ্গলবার (২৩ ডিসেম্বর ) আদালতে সোপর্দ করা হয়।
সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাজহারুল ইসলাম জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
