আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় অভিযান চালিয়ে ছাত্র-জনতা হত্যা মামলার আসামি স্বেচ্ছাসেবক লীগ নেতা সোহেল মাদবরকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে আশুলিয়ার পাড়াগ্রাম এলাকার নিজবাড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ।
গ্রেপ্তার সোহেল মাদবর (৪০) আশুলিয়া থানার আশুলিয়া ইউনিয়নের পাড়াগ্রাম মহল্লার মৃত মুন্না মিয়ার ছেলে। তিনি আশুলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং বঙ্গবন্ধু সৈনিক লীগের আশুলিয়া ইউনিয়ন যুগ্ম সাধারণ সম্পাদক।
আশুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. মাহাবুব হোসেন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার পাড়াগ্রাম এলাকায় অভিযান চালিয়ে ছাত্র-জনতা হত্যার ঘটনায় দায়ের করা একাধিক মামলার আসামি স্বেচ্ছাসেবক লীগ নেতা সোহেল মাদবরকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’
