কোরবানির ঈদ উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ছয়টি সিনেমা। এখনও প্রেক্ষাগৃহে চলছে সিনেমাগুলো। এক মাস পর প্রেক্ষাগৃহে গত সপ্তাহে আলোর মুখ দেখছে নতুন সিনেমা। গত ১১ জুলাই মুক্তি পেয়েছে কামার আহমাদ সাইমনের ‘অন্যদিন’। আজ ১৮ জুলাই মুক্তি পেলো বিপ্লব হায়দারের ‘আলী’। আলীর সঙ্গে এ প্রথমবারের মতো দেশের হলে মুক্তি পেয়েছে নেপালি সিনেমা। আজ থেকে স্টার সিনেপ্লেক্সে দেখা যাবে নেপালের ‘মিসিং: কেটি হারায়েকো সূচনা’।
গত কোরবানির ঈদে আলী সিনেমার মুক্তির পরিকল্পনা করেছিলেন নির্মাতা। তবে শেষ মুহূর্তে সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন তিনি। অবশেষে আজ রাজধানীর ষ্টার সিনেপ্লেক্স,সনি স্কয়ার,যমুনা ফিউচার পার্কের ব্লকবাষ্টার সিনেমাস,কেরানীগঞ্জের লায়ন সিনেমা,বগুড়ার মম ইন সিনেমাহলে মুক্তি পেয়েছে সিনেমাটি। অটিজমে আক্রান্ত আলী নামের এক ব্যক্তি ও তার বোনের গল্প নিয়ে তৈরি হয়েছে আলী। আলী একজন বাক্প্রতিবন্ধী। অ্যাকশনের পাশাপাশি এই সিনেমায় নির্মাতা তুলে ধরেছেন ভাইবোনের ভালোবাসা। নামভূমিকায় অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ। রোশনি চরিত্রে প্রতিজ্ঞা। আরও অভিনয় করেছেন তাশদিক নমিরা আহমেদ, মিশা সওদাগর, কাজী হায়াৎ, শতাব্দী ওয়াদুদ, শওকত সজল প্রমুখ।
অভিনেতা বলেন, ‘দুই ভাইবোনের ইমোশনই আলী সিনেমার প্রাণ। আমি বাক্প্রতিবন্ধী চরিত্রে অভিনয় করেছি। পুরো সিনেমায় আমাকে সাইন ল্যাঙ্গুয়েজের কথা বলতে হয়েছে। এটা আমার জন্য নতুন অভিজ্ঞতা। শুটিং শুরুর চার মাস আগে থেকে সব কাজ বন্ধ করে দিয়েছিলাম। সাইন ল্যাঙ্গুয়েজ শিখেছি, যারা অটিজম নিয়ে কাজ করে, তাদের সঙ্গে নানা বিষয়ে আলোচনা করেছি, শিখেছি। পর্দায় আলী হয়ে উঠতে কোনো ছাড় দিইনি। চেষ্টা করেছি, দর্শক আমাকে সব সময় যেভাবে দেখেছেন, সেই লুকটা থেকে বের হয়ে আসতে। দর্শক হলে গেলে তৃপ্তি নিয়ে ফিরবেন এটা আমার বিশ্বাস।’
অন্যদিকে দীপেন্দ্র গাওছান পরিচালিত ‘মিসিং: কেটি হারায়েকো সূচনা’ সিনেমার গল্প গড়ে উঠেছে প্রেম ও অপহরণের ভুল-বোঝাবুঝিকে কেন্দ্র করে। ডেটিং অ্যাপে পরিচয়, ক্যাফেতে দেখা, তারপর হঠাৎ কফিতে ঘুমের ওষুধ মিশিয়ে ছেলেটি মেয়েটিকে অপহরণ করে। পাহাড়ি এলাকা থেকে অপহরণ করে মেয়েটিকে নেপালের সমতল মধেশ প্রদেশে নিয়ে যায়। শুরুর ভীতি কাটিয়ে ধীরে ধীরে তাদের মধ্যে জন্ম নেয় বন্ধুত্ব। ছেলেটি মেয়েটিকে মধেশের প্রকৃতি, মানুষ ও সংস্কৃতি দেখায়। দুই ভিন্ন সম্প্রদায়ের মানুষ হয়েও পরস্পরের প্রেমে পড়ে যায় তারা।
সিনেমায় নেপালের তরাই অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য, লোকজ সংস্কৃতি এবং মানুষের জীবনধারার চিত্র উঠে এসেছে। কেন্দ্রীয় দুই চরিত্র রাম ও সীতার ভূমিকায় অভিনয় করেছেন নাজির হুসেন ও সৃষ্টি শ্রেষ্ঠা। গত ২৪ জানুয়ারি নেপালে মুক্তি পায় সিনেমাটি।