সোমবার, 22 ডিসেম্বর 2025
MENU
#
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্ত উপলক্ষে সাভারে ছাত্রদলের স্বাগত মিছিল
daily-fulki

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্ত উপলক্ষে সাভারে ছাত্রদলের স্বাগত মিছিল


স্টাফ রিপোর্টার : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক  তারেক রহমানের ২৫ ডিসেম্বর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সাভারে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের উদ্যোগে এক স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে।


মিছিলটি জাতীয় স্মৃতিসৌধের সামনে থেকে শুরু হয়ে ঢাকা–আরিচা মহাসড়ক প্রদক্ষিণ করে মির্জানগর এলাকায় এসে শেষ হয়। মিছিল চলাকালে নেতাকর্মীরা তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনকে গণতন্ত্র পুনরুদ্ধারের নতুন অধ্যায় হিসেবে আখ্যা দেন এবং বিভিন্ন স্লোগানের মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেন।


এ সময় নেতৃত্ব দেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন। এ সময়ে অনেকের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর ছাত্র দলের সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল, সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল হক সৌরভ, ১নং যুগ্মসাধারণ সম্পাদক সুজন সিকদারসহ ঢাকা জেলা উত্তর ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

এসময় মোহাম্মদ তমিজ উদ্দিন  বলেন, “তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দেশের গণতান্ত্রিক আন্দোলনের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। ছাত্রদল সব সময় দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করে এসেছে এবং আগামীতেও সেই ধারা অব্যাহত থাকবে।”

সর্বাধিক পঠিত