সোমবার, 22 ডিসেম্বর 2025
MENU
#
জাবিতে পরীক্ষার হলে চ্যাটজিপিটিতে উত্তর খুঁজতে গিয়ে ধরা ভর্তিচ্ছু এক ছাত্রী
daily-fulki

জাবিতে পরীক্ষার হলে চ্যাটজিপিটিতে উত্তর খুঁজতে গিয়ে ধরা ভর্তিচ্ছু এক ছাত্রী


জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বি ইউনিট ভর্তি পরীক্ষার হলে মোবাইলের মাধ্যমে চ্যাটজিপিটি ব্যবহার করে উত্তর খুঁজতে গিয়ে এক ভর্তিচ্ছু নারী শিক্ষার্থীকে হাতেনাতে আটক করেছেন দায়িত্বপ্রাপ্ত শিক্ষক। 

আজ সোমবার (২২ ডিসেম্বর) সকাল ১১টায় ২য় শিফটের পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামের দুই নাম্বার কক্ষ থেকে এ তাকে আটক করা হয়। আটকের পর তাকে প্রক্টর অফিসে নিয়ে যাওয়া হয়।


জানা যায়, ভর্তিচ্ছু শিক্ষার্থীর নাম সাদিয়া আমির মাহি। তিনি কক্সবাজারের চকরিয়া উপজেলার আমির হোসেন জুয়েলের মেয়ে। বি ইউনিটের ২য় শিফটের ভর্তি পরীক্ষায় তার রোল নম্বর-২২২১৩৯৪।


লিখিত স্বীকারোক্তিতে তিনি জানান, ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সময় আমি ঐঁধবির ৯৭ চৎরসব মডেলের একটি মোবাইল ফোন নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে পরীক্ষার প্রশ্নপত্র পাওয়ার পর ফোনে তার ছবি তুলে ঈযধঃএচঞ ব্যবহার করে উত্তর বের করে উত্তরপত্র পূরণ করা অবস্থায় কেন্দ্রের পরিদর্শক দেখতে পেয়ে আমাকে প্রক্টরিয়াল বডির নিকট হস্তান্তর করেন।


‘‘আমি স্বেচ্ছায়, সজ্ঞানে ও অন্যের বিনা প্ররোচনায় পুনরায় এই মর্মে স্বীকারোক্তি প্রদান করছি যে, ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় আমি অসদুপায় অবলম্বন করেছি। উপরে বর্ণিত তথ্যসমূহ নির্ভুল ও সম্পূর্ণ সত্য। আমার দ্বারা সংঘটিত অপরাধে কর্তৃপক্ষ যে ধরনের শাস্তি প্রদান করবেন আমি তা মেনে নিতে বাধ্য থাকব।’’ 
 

সর্বাধিক পঠিত