বৃহস্পতিবার, 9 অক্টোবর 2025
MENU
daily-fulki

অসুস্থ বিজয় দেবরাকোন্ডাকে নেওয়া হলো হাসপাতালে! কেমন আছেন নায়ক?

হাসপাতালে ভর্তি করা হয়েছে দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা বিজয় দেবরাকোন্ডাকে। হায়দরাবাদের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এই অভিনেতা। এন্টারটেইনমেন্ট এএফ জানিয়েছে, বিজয় দেবরাকোন্ডার ডেঙ্গু শনাক্ত হয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শারিরীক অবস্থার উন্নতি হলে আগামী ২০ জুলাইয়ের মধ্যে  হাসপাতাল ছাড়া পেতে পারেন বিজয়।

অসুস্থ বিজয়ের পাশে তাঁর পরিবার রয়েছে। বিজয় বা তার টিমের কেউ তার স্বাস্থ্যের বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি। যে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, সেখান থেকেও কোনো বিবৃতি প্রকাশ করা হয়নি। ফলে ভক্তদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। এ অভিনেতার নতুন সিনেমা ‘কিংডম’আগামী ৩১ জুলাই মুক্তি পাবে। শতকোটি রুপি বাজেটের সিনেমা মুক্তির কয়েক দিন আগে অসুস্থ হয়ে পড়লেন বিজয়। 

 এন্টারটেইনমেন্ট এএফ-এর একটি প্রতিবেদন অনুসারে, ‘অর্জুন রেড্ডি’ খ্যাত তারকা হাসপাতালে ভর্তি। বর্তমানে তাঁর চিকিৎসা চলছে। এর ফলে তিনি তাঁর আসন্ন সিনেমার প্রচার থেকে বিরতি নিতে বাধ্য হয়েছেন। ভক্তরা বিজয় দেবরকোন্ডাকে স্পাই থ্রিলারে দেখতে পাবেন। সিনেমার প্রচারেও নায়ককে স্বাভাবিক ভাবেই দেখা যাবে বলে অনেকেই প্রত্যাশা করেছিলেন। কিন্তু স্বাস্থ্যে অবনতির জন্য তাকে প্রচারমূলক সমস্ত অনুষ্ঠান থেকে দূরে সরে থাকতে দেখা যাবে বলে জানা গেছে।

‘জার্সি’ খ্যাত পরিচালক গৌতম তিনানুরি পরিচালিত ‘কিংডম’ স্বাধীনতা-পরবর্তী সিংহলা-তামিল সংঘাতের পটভূমিতে নির্মিত একটি স্পাই অ্যাকশন সিনেমা বলে জানা গেছে। এতে একজন মানুষের কাহিনী তুলে ধরা হয়েছে, যে সাধারণ মানুষ থেকে একজন নেতা হয়ে ওঠে সকলকে রক্ষা করার জন্য।  সিনেমাটিতে বিজয় ছাড়াও ভাগ্যশ্রী বোর্সে এবং সত্যদেব গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন। 

সর্বাধিক পঠিত