রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
MENU
#
দুই আসনে বিএনপি–গণ অধিকার পরিষদের নির্বাচনী সমঝোতা
daily-fulki

দুই আসনে বিএনপি–গণ অধিকার পরিষদের নির্বাচনী সমঝোতা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও গণ অধিকার পরিষদের মধ্যে দুটি সংসদীয় আসনে নির্বাচনী সমঝোতা হয়েছে।

রোববার (২১ ডিসেম্বর) রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এ বিষয়ে প্রাথমিক ঐকমত্যে পৌঁছায় বলে বৈঠকসংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

সূত্র জানায়, নির্বাচনে পটুয়াখালী-৩ আসনে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এবং ঝিনাইদহ-২ আসনে দলটির সাধারণ সম্পাদক মো. রাশেদ খানের জন্য আসন ছাড় দিতে বিএনপি সম্মত হয়েছে। তবে নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী তারা নিজ নিজ দলের প্রতীক ‘ট্রাক’ নিয়ে নির্বাচনে অংশ নেবেন।

গণ অধিকার পরিষদের পক্ষ থেকে জানা গেছে- বিএনপির সঙ্গে বৈঠকে তারা মোট ১০টি আসনে সমঝোতার প্রস্তাব দিয়েছিলেন। তবে আপাতত বিএনপির পক্ষ থেকে দুটি আসনে সমঝোতার কথা জানানো হয়েছে।

তবে এ সমঝোতা এখনো চূড়ান্ত নয়। সোমবার গণ অধিকার পরিষদের নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ওই সভায় বিএনপির সঙ্গে নির্বাচনী সমঝোতা বিষয়ে চূড়ান্ত দলীয় সিদ্ধান্ত নেওয়া হবে বলে দলীয় সূত্রে জানা যায়।

সর্বাধিক পঠিত