স্টাফ রিপোর্টার : বিপ্লবীদের হত্যা করে বিপ্লবের চেতনাকে হত্যা করা যায় না; বরং সেই চেতনা আরও ছড়িয়ে পড়ে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
রোববার (২১ ডিসেম্বর) ভোরে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহিদ শরিফ ওসমান হাদীর কবর জিয়ারত শেষে তিনি এ মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমান বলেন, শনিবার হাদির জানাজা সারা দুনিয়া প্রত্যক্ষ করেছে। আমরা মনে করি, সারা দুনিয়াই এই জানাজার সঙ্গে সম্পৃক্ত ছিল।
হাদির হত্যাকাণ্ড নির্বাচনে কোনো প্রভাব ফেলবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জামায়াত আমির বলেন, আমরা আশা করি নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে। এই ঘটনার কোনো প্রভাব নির্বাচনে পড়বে না।
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে ফজরের নামাজ আদায় শেষে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি শহিদ হাদীর কবর জিয়ারত করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মোবারক হোসেন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির ড. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, ডাকসুর সাবেক ভিপি সাদিক কায়েম, জিএস এস এম ফারহাদসহ জামায়াত ও ছাত্র শিবিরের কেন্দ্রীয় এবং মহানগর পর্যায়ের নেতৃবৃন্দ।
