রবিবার, 21 ডিসেম্বর 2025
MENU
#
সিংগাইরে শুরু প্লাস্টিসিটি জেপিএল-২৬ এর অষ্টম আসর
daily-fulki

সিংগাইরে শুরু প্লাস্টিসিটি জেপিএল-২৬ এর অষ্টম আসর


সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে মানিকগঞ্জের সিংগাইরে স্থানীয় ক্রীড়াঙ্গনের অন্যতম জনপ্রিয় টুর্নামেন্ট দি প্লাস্টিসিটি ‘জয়মন্টপ প্রিমিয়ার লীগ’ (জেপিএল) ২০২৬–এর অষ্টম আসরের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার (১৯ ডিসেম্বর) রাত ৮টার দিকে জয়মন্টপ উচ্চ বিদ্যালয় খেলার মাঠে ক্রিকেটপ্রেমী এলাকাবাসীর উপস্থিতিতে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে অংশগ্রহণকারী দলগুলোর খেলোয়াড় ও কর্মকর্তাদের পরিচিতি পর্ব এবং বিভিন্ন আনুষঙ্গিক কার্যক্রম শেষে রাত সাড়ে ৯টার দিকে আনুষ্ঠানিকভাবে এবারের আসরের উদ্বোধন ঘোষণা করা হয়।


জেপিএলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোজাফফর হোসেন জিকু–এর সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন ওষুধ শিল্পের সহযোগী প্রতিষ্ঠান “দি প্লাস্টিসিটি” কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও তরুণ শিল্প উদ্যোক্তা মোঃ মিজানুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোঃ হাবিবুল বাশার সুমন এবং সায়ান রিসোর্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাইফুর রহমান সাইফ। জয়মন্টপ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খান মোঃ হাবিবুল আলম (মোহাম্মদ আলী), জয়মন্টপ উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি মোহাম্মদ কুদ্দুসুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মহিদুর রহমান, সিংগাইর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহিনুর রহমান সৌরভ, জেপিএলের উপদেষ্টা সুব্রত কুমার নিক্কন ও অ্যাডভোকেট মশিউর রহমান শামীম। 


অনুষ্ঠানে আরও আমন্ত্রিত অতিথি, দি প্লাস্টিসিটি কোম্পানির কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, খেলোয়াড় এবং বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এবারের অষ্টম আসরে অংশ নিচ্ছে মোট ছয়টি দল। দলগুলো হলো— সুপার স্ট্রাইকার্স অফ ০৭–০৯, মামা ভাগিনা ক্রিকেট একাদশ, দেউলী দশানী চ্যালেঞ্জার্স, আনোয়ার আমিনুর ক্রিকেট একাডেমি, সাহরাইল ক্রিকেট ক্লাব ও জামির্ত্তা ওয়ারিয়র্স।


উদ্বোধনী মুহূর্তে আতশবাজির ঝলকানিতে আলোকিত হয়ে ওঠে পুরো মাঠ ও আশপাশের এলাকা। এতে উপস্থিত দর্শক, খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীদের মাঝে সৃষ্টি হয় বাড়তি আনন্দ ও উৎসাহ। সবশেষে রাত ১১টার দিকে র‌্যাফেল ড্রয়ের পুরস্কার বিতরণের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


জেপিএলের সভাপতি ফয়জুর রহমান জানান, এলাকার তরুণদের মধ্যে ক্রীড়া চর্চা বৃদ্ধি, সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি এবং খেলাধুলার প্রতি ইতিবাচক মনোভাব গড়ে তোলাই এই লীগ আয়োজনের মূল লক্ষ্য। অষ্টমবারের মতো আয়োজিত এই প্রতিযোগিতা ইতোমধ্যে স্থানীয় পর্যায়ে একটি বহুল প্রতীক্ষিত ক্রীড়া উৎসবে পরিণত হয়েছে।

সর্বাধিক পঠিত