সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জ জেলার আইনশৃঙ্খলা রক্ষায় দক্ষতা ও নিষ্ঠার স্বীকৃতি হিসেবে সিংগাইর থানার এএসআই মো. শরিফ হোসাইন টানা ৩য় হয়েছেন জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার এবং একই সঙ্গে চতুর্থবার জেলার শ্রেষ্ঠ এএসআই হিসেবে নির্বাচিত হয়েছেন।
গত অক্টোবর ও নভেম্বর মাসের সাফল্যের স্বীকৃতিস্বরূপ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) জেলা পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম বিপিএম আনুষ্ঠানিকভাবে তার হাতে ক্রেস্ট তুলে দেন।
এএসআই মো: শরিফ হোসাইন এই অর্জনের জন্য সিংগাইর থানার সকল অফিসার ও ফোর্সের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সহকর্মীদের আন্তরিক সহযোগিতা ও দিকনির্দেশনাই তার এই সাফল্যের মূল শক্তি।
বিশেষভাবে তিনি সার্কেল, অফিসার ইনচার্জ এবং সেকেন্ড অফিসার এসআই পার্থ শেখর ঘোষের প্রতি কৃতজ্ঞতা জানান।
এই অর্জন সিংগাইর থানা ও মানিকগঞ্জ জেলা পুলিশের জন্য গর্বের বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
