শনিবার, 20 ডিসেম্বর 2025
MENU
#
ওসমান হাদির জানাজায় প্রধান উপদেষ্টা, রাজনৈতিক দলের শীর্ষ নেতারা
daily-fulki

ওসমান হাদির জানাজায় প্রধান উপদেষ্টা, রাজনৈতিক দলের শীর্ষ নেতারা


স্টাফ রিপোর্টার : জুলাই বিপ্লবী ও আধিপত্যবাদবিরোধী ‘ইনকিলাব মঞ্চ’র আহ্বায়ক শরিফ ওসমান হাদির জানাজার নামাজে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। একইসঙ্গে রাজনৈতিক দলের শীর্ষ নেতারাও এতে যোগ দিয়েছেন।

শনিবার (২০ ডিসেম্বর) সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজায় অংশ নিতে দেশের সর্বস্তরের মানুষ জড়ো হয়েছে।

উপস্থিত শীর্ষ নেতৃত্বের মধ্যে আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ।


এসময় বক্তব্যে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, কোনো ধরনের সহিংসতা ছাড়া আপনারা অনুষ্ঠান শেষে মিছিল নিয়ে শাহবাগ চলে যাবেন। দাফনের পরে আমরা কথা বলব।

তিনি বলেন, হয় ইনসাফ কায়েম হবে। নয় আমরা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি।

আপনারা কোনো ধরনের সহিংসতার পথে জড়াবেন না। 

সর্বাধিক পঠিত