শনিবার, 20 ডিসেম্বর 2025
MENU
#
আমার ভাই কবরে, খুনি কেন ভারতে? স্লোগানে মুখরিত মানিক মিয়া অ্যাভিনিউ
daily-fulki

আমার ভাই কবরে, খুনি কেন ভারতে? স্লোগানে মুখরিত মানিক মিয়া অ্যাভিনিউ


স্টাফ রিপোর্টার : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির জানাজায় অংশ নিতে জনস্রোতে পরিণত হয়েছে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা। প্রত্যেকের কণ্ঠে একই স্লোগান— ‘আমার ভাই কবরে, খুনি কেন ভারতে? 
এ ছাড়া ‘আমি কে, তুমি কে—হাদি হাদি’, ‘ইনকিলাব, ইনকিলাব—জিন্দাবাদ, জিন্দাবাদ’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

শনিবার (২০ ডিসেম্বর) সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসতে থাকেন সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জনস্রোতে পরিণত হয় মানিক মিয়া অ্যাভিনিউ।


দল-মত নির্বিশেষে হাজার হাজার মানুষ সেখানে সমবেত হন। শুধু ঢাকা নয়, দেশের দূর-দূরান্ত থেকেও দেশপ্রেমিক হাদিকে শেষ বিদায় জানাতে মানুষ ছুটে আসেন। 
দেশপ্রেমিক হাদিকে বিদায় জানাতে আসা মানুষের শোক যেন শক্তিতে রূপ নিয়েছে। মিছিল আর স্লোগানে কেঁপে ওঠে মানিক মিয়ার রাজপথ।

ভিড় সামলাতে হিমশিম খেতে হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে।
এদিকে মানিক মিয়া অ্যাভিনিউর প্রবেশপথগুলোতে বসানো হয়েছে একাধিক চেকপোস্ট। জানাজায় অংশ নিতে মুসল্লিদের সারিবদ্ধভাবে ভেতরে প্রবেশ করানো হচ্ছে। মুসল্লিদের জন্য ওযুর ব্যবস্থা করেছে ঢাকা ওয়াসা।


অন্যদিকে বিপুল জনস্রোতের মধ্যেও মানিক মিয়া অ্যাভিনিউজুড়ে মুসল্লিরা যোহরের নামাজ আদায় করেন।

এরই মধ্যে জানাজায় অংশ নিতে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা কানায় কানায় পূর্ণ হয়ে গেছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৫টা ৪৮ মিনিটে তার মরদেহ বহনকারী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দর থেকে মরদেহটি রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে নেওয়া হয়।

শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর ২টা ২৪ মিনিটের দিকে রাজধানীর পুরানা পল্টনে শরিফ ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা।

পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

 

সর্বাধিক পঠিত